Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 5, 2017

সুখ কোথায়?

এই সংসারের প্রত্যেকটা প্রাণী সকাল থেকে রাত পর্যন্ত সুখের আশায় বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে।কিন্তু, দুঃখের বিষয় তারা কোথায় সুখ পাচ্ছে না।কারণ সুখকে দৌড়ে ধরা যায় না।জলের আশায় মরিচীকার পিছনে যতই ছুটা হউক না কেন,কখনো সেই মরিচীকায় জল পাওয়া যাবে না।তেমনি এই সংসারে সুখ হচ্ছে মরিচীকার মত।যা কখনই দৌড়ে ধরা যায় না।
ভগবান বা গীতার ভাষায় এই জগৎ হলো দুঃখালয় অর্থাৎ দুঃখের ঘর।এই দুঃখের ঘরে এসে যারা সুখ কুঁজে তারা মূর্খ।এখানে প্রত্যেকটি জীবকেই ত্রিতাপ ক্লেশ ও জন্ম-মৃত্যু-জড়া-ব্যাধির মতো ভীষণ কষ্ট ভোগ করতে হচ্ছে।তাই এই সংসারে কোন প্রাণীই সুখে নেই।
যাঁরা যথার্থই জ্ঞানী তারা কখনও মিথ্যে সুখের পিছে দৌড়ে না।কারন,গীতায় ভগবান বলেছেন শীতের পরে যেমন গরম না চাইলেও আসে,তেমনি দুঃখের পরে সুখ না চাইলেও আসে।
★আপনি যদি প্রকৃতই সুখ পেতে চান,তাহলে সুখের সন্ধান না করে কৃষ্ণের সন্ধান করুন।তাহলে দেখবেন সুখ আপনার সন্ধান করছে।
হরে কৃষ্ণ......যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ...

No comments:

Post a Comment