শ্ৰীশ্ৰীমহাপ্ৰভু এক একটি অন্তরঙ্গ ভক্ত দ্বারা জগতে এক এক তত্ত্ব প্ৰকটন করেন। তিনি শ্ৰীল রায় রামানন্দ দ্বারা প্রেমভক্তিতত্ত্ব প্রকটত করিয়াছেন।
যথা শ্ৰীচৈতন্যচরিতামৃতেঃ-
সন্ন্যাসি পণ্ডিতগণের করিতে গৰ্ব্বনাশ।
নীচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ॥
ভক্তি-তত্ত্ব প্রেম কহে রায়ে করি বক্তা।
আপনি প্ৰদ্যুম্ন মিশ্র সহ হয় শ্রোতা ৷
হরিদাস দ্বারায় নাম-মাহাত্ম্য প্ৰকাশ।
সনাতন দ্বারায় ভক্তিসিদ্ধান্তবিলাস॥
শ্ৰীরূপ দ্বারায় ব্রজের প্ৰেমরস-লীলা।
কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা॥
চৈতন্যের লীলা এই অমৃতের সিন্ধু।
ত্ৰিজগৎ ভাসাইতে পারে যার একবিন্দু॥
মহাপ্রভুর লীলার এই এক মহা বৈচিত্ৰ্য যে, তিনি শতমুখে ভক্তের গুণ প্ৰকটন করিয়া ভক্ত-মাহাত্ম্য বৰ্দ্ধন করিতেন।
শ্রীচৈতন্যমহাপ্রভু কি জয়!
Sunday, March 5, 2017
জয় গুরু গৌরাঙ্গ জয়তুঃ

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment