Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 5, 2017

জয় গুরু গৌরাঙ্গ জয়তুঃ

শ্ৰীশ্ৰীমহাপ্ৰভু এক একটি অন্তরঙ্গ ভক্ত দ্বারা জগতে এক এক তত্ত্ব প্ৰকটন করেন। তিনি শ্ৰীল রায় রামানন্দ দ্বারা প্রেমভক্তিতত্ত্ব প্রকটত করিয়াছেন।
যথা শ্ৰীচৈতন্যচরিতামৃতেঃ-
সন্ন্যাসি পণ্ডিতগণের করিতে গৰ্ব্বনাশ।
নীচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ॥
ভক্তি-তত্ত্ব প্রেম কহে রায়ে করি বক্তা।
আপনি প্ৰদ্যুম্ন মিশ্র সহ হয় শ্রোতা ৷
হরিদাস দ্বারায় নাম-মাহাত্ম্য প্ৰকাশ।
সনাতন দ্বারায় ভক্তিসিদ্ধান্তবিলাস॥
শ্ৰীরূপ দ্বারায় ব্রজের প্ৰেমরস-লীলা।
কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা॥
চৈতন্যের লীলা এই অমৃতের সিন্ধু।
ত্ৰিজগৎ ভাসাইতে পারে যার একবিন্দু॥
মহাপ্রভুর লীলার এই এক মহা বৈচিত্ৰ্য যে, তিনি শতমুখে ভক্তের গুণ প্ৰকটন করিয়া ভক্ত-মাহাত্ম্য বৰ্দ্ধন করিতেন।
শ্রীচৈতন্যমহাপ্রভু কি জয়!

No comments:

Post a Comment