Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 5, 2017

শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত কথা

শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে বলা হয়েছে
“এই শুদ্ধভক্তি ইহা হৈতে প্রেম হয়।
পঞ্চরাত্র্যে ভাগবতে এই লণ কয়।” (মধ্যলীলা-২, ১৯ পরিচ্ছদ ১৪৯ পয়ার)
এই শুদ্ধ ও নির্মল ভক্তির মাধ্যমেই ভগবানকে ভালোবেসে ভজন পথে এগিয়ে যেতে হবে, নতুবা ভগবানকে লাভ করা কখনও সম্ভব নয়। ভগবানকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা, নিজের আত্মাকে ভালোবাসা। পরমাত্মাকে ভালোবাসতে পারলে পরমাত্মার প্রতি এক আকর্ষণ জন্মে। পরমাত্মাতে যখন আকর্ষণ ও অনুরাগ জন্মায় তখন সাধকও সেই তত্ত্বে সর্বতোভাবে সমর্পিত হয়ে যান।

1 comment:

  1. ওঁ নমো ভাগবতে বাসুদেবায়🙏।।হরেকৃষ্ণ।।
    শ্রীকৃষ্ণ কি সত্যি ঈশ্বর নাকি সব ভণ্ডামী চলুন বিস্তারিত প্রমাণ সহ দেখে নেওয়া যাক।।

    ReplyDelete