শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে বলা হয়েছে
“এই শুদ্ধভক্তি ইহা হৈতে প্রেম হয়।
পঞ্চরাত্র্যে ভাগবতে এই লণ কয়।” (মধ্যলীলা-২, ১৯ পরিচ্ছদ ১৪৯ পয়ার)
এই শুদ্ধ ও নির্মল ভক্তির মাধ্যমেই ভগবানকে ভালোবেসে ভজন পথে এগিয়ে যেতে হবে, নতুবা ভগবানকে লাভ করা কখনও সম্ভব নয়। ভগবানকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা, নিজের আত্মাকে ভালোবাসা। পরমাত্মাকে ভালোবাসতে পারলে পরমাত্মার প্রতি এক আকর্ষণ জন্মে। পরমাত্মাতে যখন আকর্ষণ ও অনুরাগ জন্মায় তখন সাধকও সেই তত্ত্বে সর্বতোভাবে সমর্পিত হয়ে যান।
Sunday, March 5, 2017
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত কথা

Subscribe to:
Post Comments (Atom)
ওঁ নমো ভাগবতে বাসুদেবায়🙏।।হরেকৃষ্ণ।।
ReplyDeleteশ্রীকৃষ্ণ কি সত্যি ঈশ্বর নাকি সব ভণ্ডামী চলুন বিস্তারিত প্রমাণ সহ দেখে নেওয়া যাক।।