Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, April 1, 2018

শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে ( ১০/৮৫/৩৮ ) শ্লোকে শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিৎকে বলেছেন,,,,,

শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে ( ১০/৮৫/৩৮ ) শ্লোকে শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিৎকে বলেছেন,,,,,
বামনদেবের চরণে সব কিছু সমর্পণ করার পর বলি মহারাজ ভগবানের চরণকমল জড়িয়ে ধরে তাঁর হৃদয়ে স্হাপন করেন। এবং আনন্দে বিহ্বল হওয়ার ফলে তাঁর অঙ্গে প্রেমের সমস্ত দিব্য লক্ষণগুলি প্রকাশিত হয়।তাঁর কণ্ঠস্বর কম্পিত হয় এবং তাঁর চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ে।।
বলি মহারাজ যে সম্ভ্রম প্রীতি অনুভব করেছিলেন,,তার বর্ণনা করে তিনি বলেছেন,, হে - প্রভু ! আপনি একই সঙ্গে আমাকে দণ্ডদান করেছেন এবং আমার প্রতি অহৈতুকী কৃপা বর্ষণ করেছেন। তাই আমি নিশ্চিত ভাবে উপলব্ধি করতে পারছি যে, যদি আমি আপনার চরণ - কমলের শরণাগত হই,, তা হলে জীবনের কোন অবস্হাতেই আমার উদ্বেগ উপস্হিত হবে না। আপনি আমাকে সমস্ত যোগসিদ্ধি দান করুন অথবা আমাকে সব চাইতে জঘন্য নারকীয় পরিবেশে প্রক্ষিপ্ত করুন,,,
আমি তাতে কোন প্রকার বিচলিত হব না ।।
শ্রীকৃষ্ণও বলি মহারাজকে দেখে উদ্ধবকে বলেন,,,,,,,
হে সখে ! বলি মহারাজের গৌরবময় চরিত্রের বর্ণনা আমি কিভাবে করব,,? যদিও বিরোচন - পুত্র এই বলি ভৃগুনন্দনের দ্বারা অভিশাপ্ত হয়েছে,, এবং যদিও আমি বামন অবতার রুপে তাঁকে ছলনা করে সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপী তাঁর সাম্রাজ্য হরণ করেছি,,এবং যদিও সুদৃঢ় নিষ্ঠার সঙ্গে তার প্রতিজ্ঞা পালন না করার জন্য আমি তার নিন্দা করেছি,, তবুও আমাকে দর্শণ করা মাত্রই সে আমার প্রতি তার প্রেম প্রদর্শন করেছে।।
প্রেম যখন তীব্র হয়ে ওঠে,, তখন তাকে স্নেহ বলা হয় ।
স্নেহের অবস্হায় ক্ষণিকের জন্যও শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করা যায় না ।। ( হরে কৃষ্ণ )