অর্জুন বললেন- হে কৃষ্ণ, ব্রহ্ম কী? অধ্যাত্ম কী? কর্ম কী? অধিভূত ও অধিদৈব কাকে বলে? এই সমস্ত আমাকে বল।১
এ দেহে অধিযজ্ঞ কে? তিনি কী কাজ করেন? মানুষ মৃত্যুর পর তোমাকে কীভাবে পেতে পারে?২
শ্রীকৃষ্ণ বললেন- হে অর্জুন, পরমাত্মা ব্রহ্ম। জীবাত্মা অধ্যাত্ম। যজ্ঞাদিই কর্ম।৩
অস্থায়ী বস্তু অধিবস্তু। ব্রহ্ম অধিদৈব। আমিই অন্তর্যামী অধিযজ্ঞ।৪
যে ব্যক্তি আমার চিন্তা করতে করতে মারা যায় সে আমার ভাবই প্রাপ্ত হয়।৫
মানুষ যা যা ভাবতে ভাবতে মারা যায় সে সেইভাব নিয়ে আবার জন্মগ্রহণ করে।৬
আমাতে মন অর্পণ করে যুদ্ধ করে যাও। আমাতে মন অর্পণ করলেই তুমি অন্তে আমাকে পাবে।৭
হে অর্জুন, যে অভ্যাসের দ্বারা মন স্থির করে সে-ই অন্তে পরম পুরুষ পাবে।৮
সেই পরম পুরুষ অনাদি, অচিন্ত্য ও জ্যোতির্ময়। তিনি অতি সূক্ষ্ম। তিনি ব্রহ্মাণ্ডের পালক ও সকলের প্রভু।৯
যে ব্যক্তি ভ্রূদ্বয়ের মধ্যে মন স্থির করে যোগ সাধনা করে সেই ব্যক্তিই পরম ব্রহ্মাকে লাভ করতে পারে।১০
বেদজ্ঞ, যতি ও ব্রহ্মচারী ব্রহ্মকেই জানতে চায়। সেজন্য ব্রহ্মচর্যের প্রয়োজন। অর্জুন, তা বলছি শোন।১১
ইন্দ্রিয়গণকে রোধ করে মন স্থির করতে হয়। মন স্থির করে পরে যোগ অভ্যাস করতে হয়।১২
যে ওম্ উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করে সে পরম গতি লাভ করে।১৩
হে অর্জুন, যে যোগী একাগ্র চিত্তে আমাকে ডাকেন সেই যোগী সহজেই আমাকে পেয়ে থাকেন।১৪
সেই যোগী মুক্তসিদ্ধ হয়ে আমাকে লাভ করেন। তিনি আর পুনর্জন্ম গ্রহণ করেন না।১৫
ব্রহ্মলোকে গেলেও সেখান হতে পুনর্জন্ম হয়। কিন্তু আমাকে পেলে পুনর্জন্ম হয় না।১৬
মানুষের এক হাজার চার যুগে ব্রহ্মার এক দিন এবং এইরূপ এক হাজার চার যুগে ব্রহ্মার এক রাত। জ্ঞানী ব্যক্তিরা তা জানেন।১৭
দিবাভাগে ব্রহ্মা প্রকাশিত থাকেন। তখন জীবের সৃষ্টি হয়। রাতে ব্রহ্মা সুপ্ত থাকেন। সেই সময় জীবগণ লয়প্রাপ্ত হয়।১৮
এভাবে জীব ব্রহ্মার দিনে জন্মগ্রহণ করে। ব্রহ্মার রাতে লয়প্রাপ্ত হয়।১৯
পরমব্রহ্ম অব্যক্তেরও অতীত। তাঁর মৃত্যু নাই। তিনি নিত্য ও সনাতন।২০
অব্যক্ত অক্ষর শ্রেষ্ঠ গতি। সেই আমার শ্রেষ্ঠ স্থান। তা পেলে পুনর্জন্ম হয় না।২১
হে অর্জুন, পরব্রহ্ম সর্বব্যাপী। ভক্তি দ্বারা তাঁকে লাভ করা যায়।২২
কোন্ সময় মারা গেলে পুনর্জন্ম হয় আর কোন্ সময় মারা গেলে মুক্তি লাভ হয়, তা বলছি শোন।২৩
বছরের ছয় মাস কাল উত্তরায়ণ। এটি শুক্লপথ। এই সময় মারা গেলে ব্রহ্মকে পাওয়া যায়।২৪
বছরের বাকি ছয় মাস দক্ষিণায়ন, এটি কৃষ্ণপথ। এই সময় মারা গেলে জীব স্বর্গলাভ করে এবং স্বর্গে কর্মফলভোগ করতঃ পুনরায় সংসারে ফিরে আসে।২৫
এই দুইটি পথ চিরদিনই আছে। শুক্লপথে মুক্তিলাভ হয় এবং কৃষ্ণপথে সংসারে ফিরে আসতে হয়।২৬
হে অর্জুন, এই দুই পথের সন্ধান জেনে যোগী পুরুষ মুক্তি লাভ করেন। অতএব তুমি যোগী হও।২৭
যোগী পুরুষ বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে কখনও পুণ্যফল চান না। তাই তিনি অন্তিমে পরম গতি লাভ করেন।২৮
* অষ্টম অধ্যায় সমাপ্ত *
Sunday, March 5, 2017
শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায়ঃ-অক্ষর-ব্রহ্মযোগ
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment