শ্রী ভগবান বললেন হে নারদ। আমি শচী গর্ভে অবতীর্ন হইয়া আচারহীন কলিহত জীবকে উদ্ধার করিব। বিষ্ণু পুরানে বলেছেনঃ-
অহমেব কলৌ বিপ্রনিত্য প্রচ্ছন্ন বিগ্রহ।
ভগবৎ ভক্ত রুপেন লোকান রামি সর্বদা।
দ্বিভূজ ভূবি জায়োধ্যং ভক্ত রুপি নহঃ
কলৌ সংকির্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত ॥
* হে বিপ্র আমি কলি যুগে ভক্ত রূপ ধারন করিয়া সকল জনগনকে নামও প্রেম দিয়ে রা করিব। শচীর পুত্র রুপে হে দেবতাগণ তোমরা ভক্তরুপে প্রকটিত হইয়া হরিণাম সংকীর্ত্তন প্রচার কর।
Sunday, March 5, 2017
ঔঁ নারায়ণ নমঃ

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment