Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 5, 2017

মহাত্মা কে?

“যস্য দেবে পরা ভক্তির্যথা দেবে তথা গুরৌ।
তস্যৈতে কথিতা হ্যার্থাঃ প্রকাশন্তে মহাত্মনঃ
প্রকাশন্তে মহাত্মনঃ ॥ (শ্বেতাশ্বতরোপনিষদ্৬/২৩)
অর্থাৎ ঈশ্বর এবং গুরুর প্রতি যাঁর অবিচল ভক্তি আছে তিনিই যথার্থ মহাত্মা। এই রূপ অধিকারীর মনেই সত্যের স্বরূপটি প্রকাশিত হয়। বস্তুত ঈশ্বর, নিজের আত্মা ও গুরুর প্রতি প্রগাঢ় ভালোবাসা বা পরাভক্তি থাকতে হবে। আর এই ভক্তিই সাধককে তাঁর চরম লক্ষ্যে পৌঁছে দেবে। সুতরাং দেখা যাচ্ছে যে, এই ভক্তি পরমাত্মাকে অর্থাৎ পরমেশ্বরকে বুঝবার এক মহান সাধন ও এক মহান কর্ম।

No comments:

Post a Comment