Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 5, 2017

শ্রীমদ্ভগবদ্গীতা গূঢ় রহস্যঃ- ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞ

ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপদেশে অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন, "অর্জুন ! এই দেহই ক্ষেত্র এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনিই ক্ষেত্রজ্ঞ ।" এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে দশটি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহঙ্কার পাঁচটি বিকার ও তিনটি গুণের বর্ণনা আছে । এই দেহই ক্ষেত্র, এক মল্লভূমি । এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি দুইটি- দৈবী সম্পদ্ ও আসুরী সম্পদ্ ।

No comments:

Post a Comment