Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 5, 2017

ব্রহ্মা কর্ত্তৃক ভগবানের স্তুতি-

জ্ঞানে প্ৰয়াস মুদপাস্য নমন্ত এব
জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম্।
স্থানে স্থিতাঃ শ্রুতিগতাং তনুবাঙ্মনোভি
র্যে প্ৰায়শোজিত জিতেহপ্যসি তৈ স্ত্রিলোক্যাম।।
শ্রীমদ্ভাগবত ১০/১৪/৩
অর্থ- অর্থাৎ হে ভগবন্, যাঁহারা নির্ভেদব্ৰহ্মজ্ঞানে প্ৰয়াস না পাইয়া ভক্তসঙ্গে বাস করেন এবং ভক্তমুখরিত ভবদীয় বার্তা শ্ৰবণে দেহমান দ্বারা তাহাতেই জীবন অতিবাহিত করেন, হে প্ৰভো, তুমি ত্ৰিভুবনে অজিত হইয়াও তাহাদিগ দ্বারা জিত হইয়া থাক।

No comments:

Post a Comment