Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 5, 2017

๏̯͡๏ আমি কি শিখিয়াছি? ๏̯͡๏

দুর্লভং ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহতেতুকম্।
মনুষ্যত্বং মুমুক্ষুত্বংমহা
পুরুষসংশ্রয়ঃ।
➥১ বিবেকচূড়ামনি, ৩
—প্রথমে চাই মনুষ্যত্ব—মানুষজন্ম, ইহাতে মুক্তিলাভের বিশেষ সুবিধা। তারপর চাই মুমুক্ষুতা; সম্প্রদায় ও ব্যক্তিভেদে আমাদের সাধনপ্রণালী ভিন্ন ভিন্ন, বর্ণাশ্রম অনুযায়ী কর্তব্য ও অধিকার ভিন্ন ভন্ন, তথাপি বলা যাইতে পারে যে, মুমুক্ষুতা ব্যতীত ঈশ্বরের উপলব্ধি অসম্ভব। মুমুক্ষুত্ব কি? মোক্ষের জন্য—এই সুখদুঃখ হইতে বাহির হইবার জন্য—প্রবল আগ্রহ, এই সংসারের প্রতি প্রবল বিতৃষ্ণা। যখন ভগবানের জন্য এই তীব্র ব্যাকুলতা হইবে, তখনই জানিবে তুমি ঈশ্বরলাভের অধিকারী হইয়াছ। তারপর চাই মহাপুরুষসংশ্রয়—গুরুলাভ; গুরূপরম্পরাক্রমে যে শক্তি আসিয়াছে, তাহারাই সহিত নিজজের সংযোগ—স্থাপন। তদ্ব্যতীত মুমুক্ষতা ঝালিকেও কিছু হইবে না, অর্থাৎ তোমার গুরু কারণ আবশ্যক।

No comments:

Post a Comment