মিত্রদ্রোহী কৃতঘ্নশ্চ যে নরাঃ বিশ্বাসঘাতকাঃ।
তে নরাঃ নরকং যান্তি যাবচ্চন্দ্রদিবাকরৌ।।
মিত্রদ্রোহী, কৃতঘ্ন এবং বিশ্বাসঘাতক --- এই তিন প্রকৃতির লোকই হল প্রকৃত চিহ্নিত পাপিষ্ঠ। যতদিন আকাশে চন্দ্র, সূর্য থাকবেন, ততকাল ঐ তিন প্রকৃতির পাপিষ্ঠকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বন্ধুর বিরুদ্ধাচারণ করতে নেই। মত ও আদর্শে যদি কোনদিন উভয়ের মধ্যে পার্থক্য দেখা দেয়, সসম্মানে দূরে সরে থাকাই ভাল, তবুও তার কোনদিন অনিষ্ট করতে নেই। উপকারীর উপকার স্মরণে না রাখলে কিংবা প্রত্যুপকারের পরিবর্তে তার কোনদিন অপকার করার প্রবৃত্তি জন্মালে, তার নাম কৃতঘ্নতা। এটি একটি মহাপাপ। কেউ বিশ্বাস করে কোন গোপন কথা বললে বা বিশ্বাস করে কোন দ্রব্য জমা রাখলে, প্রাণপন চেষ্টায় মন্ত্রগুপ্তির মত সেই বিশ্বাস রক্ষা করা উচিত।
Sunday, March 5, 2017
পাপিষ্ঠ কে?

Subscribe to:
Post Comments (Atom)
ওঁ নমো ভাগবতে বাসুদেবায়🙏।।হরেকৃষ্ণ।।
ReplyDeleteশ্রীকৃষ্ণ কি সত্যি ঈশ্বর নাকি সব ভণ্ডামী চলুন বিস্তারিত প্রমাণ সহ দেখে নেওয়া যাক।।