#উত্তরঃ
//ভক্তের তিলক ধারনঃ
i)কৃষ্ণভক্তরা তার স্বীয় শরীরকে তিলকে অঙ্কিত করেন কারন শুদ্ধ শরীর ভগবানের মন্দির।(গীতা ১২/১৬-শুর্চিদক্ষ)
ii)ভক্ত দ্বারা তিলক ধারন নির্দেশ করে যে ভগবদভক্তরা পরম্পরা ধারায় স্বয়ং ভগবান হতে এসেছে।(গীতা ০৪/০২-পরম্পরাপ্রাপ্তমিমং)
iii)ভগবান ভক্তরা ভগবানের কপাল হতে জাতস্বরুপ যা নির্দেশ হেতু তিলক ধারন করেন।(শুক্লযজুঃবেদ
০৫/২১)
iv)তিলক ভগবান ও ভগবদধাম সম্পর্কযুক্ত।তিলকের উপরের অংশ সুরশলাকার ন্যায় যা কৃষ্ণের পরম পদ(footprint) নির্দেশ করে।নিচের অংশ নাকের উপরে স্হিত পাতার ন্যায় অংশটি নির্দেশ করে যে তা তুলসী পাতা স্বরুপ যা কৃষ্ণের প্রিয় বৃক্ষ।আর উপরের দিকে খাড়া দুই অংশ রাধা কৃষ্ণের মন্দিরের বেষ্টন নির্দেশ করে আর এর অভ্যন্তরীন শূন্য জায়গা রাধা কৃষ্ণ গোলক ধাম নির্দেশ করে।।
//কৃষ্ণের তিলক ধারনঃ
কৃষ্ণ স্বয়ং পুরুষোত্তম ভগবান।তাঁর সমান সর্বোত্তম কেউ নাই এবং আমাদের শিক্ষা হেতু তিনিও স্বীয় দিব্যময় শরীরে তিলক ধারন করেন।(গীতা ১৫/১১৮)
//রাধারানীর তিলক ধারনঃ
রাধারানীও তিলক ধারন করেন তবে রাধারানীর দিব্যময় শরীর অতি রুক্মবর্ণ যুক্ত(তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী)।আর তাঁর দিব্যময় শরীরের বর্ণ ও চন্দন তিলকের বর্ণ একই।তাই তিলক দৃশ্যমান হয়না।তবে রাধারানী রুপের বর্ণনাতে পাওয়া যায় তিনি কপালে বিন্দু পরেন।
যেমন অন্যান্য অলংকারও রুপে তিনি সদা বিদ্যমান
a)তিনি শালীনতার রেশমী শাড়ি পরেন,
b)তিনি স্বীয় কপালে সে কমনীয়তা লাল বিন্দি পরেন।
c)তিনি একটি ভাবাবেশকর উপসর্গের রত্ন-খচিত নেকলেস পরেন।
d)তিনি ফুল মালা সহিত পঁচিশ তুরীয় গুণাবলী সঙ্গে গ্রথিত etc etc...
অর্থ্যাৎ কৃষ্ণ প্রেয়সী রাধারানী রুপ গুনাবলী স্বরুপ অন্যান্য অলংকারের সহিত কপালে বিন্দু অঙ্কিত করেন।।আর রাধারানীর দিব্যময় শরীরের বর্ণ ও চন্দন তিলকের বর্ণ এক হওয়ায় তিলক দৃশ্যমান হয়না।
পোষ্ট রচনা করেছেন- সজীব তালুকদার মন।
Thursday, April 20, 2017
তিলক কেন ধারন করা হয়? রাধারানী কি তিলক ধারন করেন? শ্রীকৃষ্ণ কেন তিলক ধারন করেন?
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment