অনেক কুচক্রি প্রচারকরা কুধর্মের নামে বলে থাকেন 'সনাতন ধর্মে' নারীদের মর্যাদা দেওয়া হয়নি! তাদের উদ্দেশ্য হল কোমল মনা নারীদের বিভ্রান্ত করে বিপথগামী করানো। আমরা বেদ-গীতা-উপনিষদ-পুরাণ-ইতিহাস-মনুসংহিতা থেকে কিছু শ্লোক এবং অনুবাদ আপনাদের জন্য নিয়মিত পোষ্ট করব। তাতে আপনারা জানতে পারবেন সনাতন ধর্মে নারীদের স্থান কত উপরে। সনাতন ধর্মে যেভাবে নারী শক্তির পুজা করা হয় এমত দর্শন আর কোন ধর্মে আছে?
No comments:
Post a Comment