ঋক্ : ঋগ্বেদের এক একটি মন্ত্রের নাম ঋক্।
সূক্ত : কয়েকটি ঋক্ দ্বারা দেবতার যে স্তুতি করা হয় সেই স্তুতিকে বলা হয় সূক্ত।
মণ্ডল : অনেকগুলো সূক্তের সমাহারকে মণ্ডল বলা হয়।
ঋগ্বেদের মণ্ডল, সূক্ত ও ঋকের সংখ্যা হল-
মণ্ডল/ সূক্ত/ ঋক
প্রথম/ ১৯১/ ২০০৬
দ্বিতীয়/ ৪৩/ ৪২৯
তৃতীয়/ ৬২/ ৬১৭
চতুর্থ / ৫৮ /৫৮৯
পঞ্চম / ৮৭/ ৭২৭
ষষ্ঠ / ৭৫/ ৭৬৫
সপ্তম / ১০৪/৮৪১
অষ্টম / ১০৩/ ১৭১৬
নবম / ১১৪/ ১১০৮
দশম / ১৯১/ ১৭৫৪ = মোট দশ মণ্ডল, ১০২৮ সূক্ত ও ১০৫৫২ ঋক্।
অষ্টম মণ্ডলের ৮০টি ঋক্ নিয়ে ১১টি সূক্তকে বালখিল্য সূক্ত বলা হয়। সায়ণাচার্য্য ঋগ্বেদের অন্তর্ভুক্ত বলে স্বীকার করেননি। এগুলো বাদ দিলে সূক্ত ১০১৭টি ও ঋক্ ১০,৪৭২টি।
Thursday, May 4, 2017
ঋক্ , সূক্ত ও মণ্ডল কি? ঋগ্বেদের এগুলোর সংখ্যা কত ?
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment