যারা ত্রিসন্ধ্যা বিধির ক্ষেত্রে জপ সংখ্যা শাস্ত্রীয় মতে জানতে চান তাদের জন্যই এ বিধি-
ত্রিসন্ধ্যা বিধি যারা পালন করেন তারা প্রত্যহ গুরু বীজ মন্ত্র বা মহামন্ত্র জপ করেন অবশ্যই। এই বীজ মন্ত্র জপ সংখ্যা নিয়ে আপনাদের অনেকের মধ্যেই সংশয় রয়েছে অর্থাৎ যারা অজপার ক্ষেত্রে অসমর্থ বা সংসারী। তাদের পক্ষে শাস্ত্র নির্দেশিত জপ সংখ্যা বিধি অনুসারে জপ করা বঞ্চনীয় এই শাস্ত্রীয় জপ সংখ্যা হলঃ ১০০৮ বার অর্থাৎ যাহারা এই ১০০৮ বার জপ করতে অসমর্থ, তাদের পক্ষে ১০৮, ৫৮, ৩৮, ২৮, ১৮, ১২, বা ৮ বার জপ বিধি উল্লেখিত।
Monday, May 1, 2017
জপ সংখ্যা বিধি

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment