পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের
পরম প্রিয় বন্ধু । আমরা এটা ভুলে গিয়েছি ।আমরা সবাই
কোন এক প্রিয় বন্ধু পাওয়ার জন্য খুবই ব্যস্ত ।
প্রত্যেক মানুষ এইপ্রকার অনুসন্ধান করে চলেছে।
পুরুষ স্ত্রীর সঙ্গে মৈত্রী করতে চায়, আর স্ত্রী পুরুষদের
সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আবার একজন পুরুষ অন্য পুরুষের
অন্বেষণ করে এবং এক স্ত্রী অন্য স্ত্রীর অন্বেষণ করে বন্ধুত্বের জন্য ।
এটা কেন হচ্ছে?
কেননা আমরা এরকম এক প্রিয় বন্ধুর সহযোগীতা কমনা করি
যিনি আমাকে সাহায্য করতে পারবেন এই জীবন হচ্ছে সংঘর্ষময় এবং এটা স্বাভাবিক । আর আমাদের এই জীবনে
আমাদের একমাত্র পরম প্রিয় বন্ধু হচ্ছে ব্রজেন্দ্র নন্দন
পরমেশ্বর শ্রীকৃষ্ণ ।
তিনি সবসময় আমাদের দিকে দুহাত বাড়িয়ে আছেন
আমাদের উচিত সমস্ত জড় বাসনা ভুলে তাঁর দিকে হাত
বাড়ানো.
তাহলেই আমাদের মুক্তি !!!!......হরে কৃষ্ণ .........
.........জয় শ্রী বাসুদেব কৃষ্ণ......
Monday, June 12, 2017
আমাদের প্রিয় বন্ধু কে??

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment