Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Friday, June 16, 2017

প্রশ্ন: হরেকৃষ্ণ মহামন্ত্র নামাপরাধ হীন হয়ে কিভাবে জপ করবেন ?

উওর :জপ মালায় ১০৮টি গুটি থাকে,একদিকে বড়গুটিঅন্য দিকে ছোটগুটি থাকে। বড়গুটি এবং ছোটগুটিরসংযোগ স্থলে একটি ঘটেরমতো গুটি থাকেযাকে মেরুগুটি বলা হয়। হরেকৃষ্ণ মহামন্ত্র জপ শুরুকরার পূর্বে ডানহাত দিয়ে মেরুগুটি ধরে তিনবারপঞ্চতত্ত্ব মন্ত্র(জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীঅদ্বৈতগদাধরশ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ) জপ করতে হয়।তারপর তর্জনী অঙ্গুলী স্পর্শ না করে মধ্যমা ওবৃদ্ধাঙ্গুলি দিয়ে বড় দিকের প্রথম গুটিটি ধরেহরেকৃষ্ণ মহামন্ত্র "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে,হরে রাম হরে রাম রাম রাম হরেহরে" সুষ্পষ্ট ভাবে উচ্চারণ করে জপকরতে হয়,যাতে নিজের কানে শোনা যায় । এরপর দ্বিতীয়গুটিটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে ধরে জপ করতে হবে।মনে রাখবেন একটি গুটিতে যতক্ষণ পুরো হরেকৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয়গুটিতে এগোবেন না। এই ভাবে জপ করতেকরতে আপনি মেরুগুটির পাশ্বে ছোট গুটির কাছেপৌঁছবেন।এখনআপনার এক মালা জপ হয়ে গেল।মনে রাখবেন মেরুগুটি টপকে গেলে হবে না ।পুনরায় যখন জপ শুরু করবেন তখন পঞ্চতত্ব মন্ত্রজপ করে মালাটা ঘুরিয়ে নিয়ে ছোটগুটিরদিকটি সামনে আনতে হবে এবং ছোট দিকেরপ্রথম গুটিটি ধরে পূর্বের মতো হরেকৃষ্ণমহামন্ত্র জপ করতে করতে ছোট থেকেবড়গুটির দিকে এগোবেন ।এইভাবে আপনি প্রতিদিনদুই, চার, আট দশ অথবা ষোল এই রকম জোড়সংখ্যক মালা জপ করতে পারেন কিন্তু এক তিন পাঁচ এইরকম বিজোড় সংখ্যক মালা জপ করা যাবে না। চার বারষোল মালা জপ করলে এক লক্ষ বার হরিনাম করা হয়।

No comments:

Post a Comment