Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Tuesday, June 13, 2017

যজ্ঞের প্রকৃত তথ্য

যজ্ঞে নাকি পশু বলি হত। অনেকের তথ্যের ধরন কিছুটা এরকম-
১)গোমেধ যজ্ঞ-এখানে নাকি গরু বলি দেয়া হত।
২)অশ্বমেধ যজ্ঞ-এখানে নাকি ঘোড়া বলি দেয়া হত।
কিন্তু মজার বিষয় এই যে, নরমেধ যজ্ঞে মানুষ বলি দেয়া হত এমনটা কিন্তু কাউকে বলতে শোনা যায়না।

উপনিষদ, ব্রাহ্মন গ্রন্থসমূহের উপর জ্ঞান না থাকায় আমরা গোমেধ, অশ্বমেধ, নরমেধ ইত্যাদি পবিত্র শব্দ গুলির অর্থ না জেনেই শোনা কথার উপর ভিত্তি করেই বলে বেড়াই যে , বেদে যজ্ঞে গো-অশ্ব বলি দেওয়ার বিধান আছে !

পবিত্র বেদের প্রথম মন্ডলের প্রথম সুক্তের চার নং মন্ত্রে যজ্ঞকে 'অধ্বরং' বলা হয়েছে।বৈদিক ব্যকরন গ্রন্থ নিরুক্ত এর ১.৩৩ এ বলা হয়েছে 'অধ্বরং' অর্থ হল অহিংস অর্থাৎ যজ্ঞ হল অহিংস। সেখানে রক্তপাতের কোন প্রশ্ন ই আসেনা।আর পবিত্র বেদে যেখানে পশুহত্যা নিষিদ্ধ করা হয়েছে, পশুদের উপকারী জীব বলে সেবা করতে বলা হয়েছে সেখানে যজ্ঞতে পশুবলীর চিন্তা আনাটাও অমূলক!

★অশ্বমেধ যজ্ঞ কি?
"রাষ্টং বৈ অশ্ব মেধঃ । অগ্ন হি গৌঃ ।অগ্নির্বা অশ্বঃ আজ্যং মেধঃ ॥(শতপথ ব্রাহ্মন ১৩.১.৬.৩)

অনুবাদ- অশ্ব হল রাষ্ট্রের প্রতীকি নাম(সুপ্রশাসকের প্রগতিশীল রাষ্ট্র অশ্বের ন্যয় বেগবান এই অর্থে)।এই রাষ্ট্রের মেধ(প্রগতি) কামনায় যে যজ্ঞ রাজা করেন তাই অশ্বমেধ যজ্ঞ।

★গোমেধ যজ্ঞ কি?
গো শব্দের ৯টি অর্থের মধ্যে একটি হল পৃথিবী। পৃথিবী ও পরিবেশের নির্মলতা কামনায় যে যজ্ঞ বা উপাসনা তাই গোমেধ যজ্ঞ।

★নরমেধ যজ্ঞ কি?
মানুষের মৃত্যুর পর তার আত্মার সদগতি কামনায় যে অগ্নিদাহাদি ভিত্তিক অন্ত্যেষ্টিক্রিয়ায় যে যজ্ঞ করা হয় তাই নরমেধ যজ্ঞ।

অশ্ব,গবাদি পশু ইত্যাদি হত্যা করে ,হোম বা যজ্ঞ করার বিধান কোন প্রামাণ্য শাস্ত্রে নেই। কেবল পৌরাণিক যুগে ভণ্ডের দল এই সব পাপাচার প্রচার করে সমাজের মহা সর্বনাশ করেছে।

দয়া ,প্রেম ,সাম্য ,মানবতা ,অহিংসা মানুষের পরম ধর্ম।
এর বিপরীত আচরন পশুহত্যা করে ধর্মাচরণ তো হয়ই না বরং পাপ"ই হয়।
ওঁ শান্তি শান্তি শান্তি

"জয় শ্রী কৃষ্ণ"

No comments:

Post a Comment