Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Thursday, June 29, 2017

বেদের পরিচয়- পর্ব ৫ -Introduced to Veda (শেয়ার করে সহায়তা করুন)

বেদের পরিচয় (৫) বাংলা ভাষাভাষী হিন্দু-সমাজে বেদশাস্ত্রের আলোচনার অভাব বহুদিন যাবৎ। প্রচার প্রভাবেই সাধারণের মধ্যে বেদ-শাস্ত্রের প্রতি অনুরাগ ও শ্রদ্ধা আনয়ন করা সম্ভব। কিন্তু বেদের পণ্ডিতগণ, তথা বিভিন্ন সাম্প্রদায়িক প্রচারকগণ, এই বিষয়ে এক প্রকার উদাসীন। কোন কোন ধর্মনিষ্ঠ হিন্দু সন্তান বেদ অধ্যয়নের ইচ্ছা পোষণ করলেও বেদের ভাষা ও বিপুলত্ব নিবন্ধন সহজ প্রাথমিক গ্রন্থের অভাবে তাঁহার সেই ইচ্ছা হৃদয়েই বিলীন হয়ে যায়। সহজ ও সুখবোধ্য পাঠের মধ্য দিয়ে সাধারণ শিক্ষিত বাংলার হিন্দু নরনারী যাতে সংস্কৃত ভাষার জ্ঞানা অভাবেও বেদের প্রতি অনুরাগ পরায়ণ হতে পারেন, তজ্জন্য এই প্রাথমিক 'বেদের পরিচয়' নামে এই ধারাবাহিক আমাদের সর্ব্ব সম্প্রদায়ের আবাল-বৃদ্ধ-বনিতার প্রতি আমাদের নম্র নিবেদন এই যে, তাঁহারা বেদের প্রতি দৃঢ় শ্রদ্ধাবিশিষ্ট হোন-বেদের সৌন্দর্য্য উপলব্ধি করুন-বেদের মহিমা প্রচার করুন এবং বেদপুরুষের সবানিরত হয়ে হিন্দুর মর্য্যাদা অক্ষুন্ন রাখুন। "বেদের পরিচয়" নামক গ্রন্থ থেকে আমি পূর্ব্বাচার্য্যগণের সনাতন শ্রৌতশাস্ত্র-পরম্পরাই অনুধাবন করছি। সায়ণাচার্য্যের 'উপোদ্ঘাত', উবটভাষ্য, মহীধরভাষ্য, মিশ্রভাষ্য, শতপথব্রহ্মণ, গোপথব্রাহ্মণ, কাত্যায়নসূত্র, চরণব্যূহ, যাজ্ঞবল্ক্যশিক্ষা, জৈমিনীর মীমাংসাসূত্র, চরণব্যূহ, যাজ্ঞবল্ক্যশিক্ষা, জৈমিনীর মীমাংসাসূত্র প্রভৃতি গ্রন্থ হতে তথ্য সংগ্রহ করে এবং বেদশাস্ত্রের মদীয় শদ্ধাস্পদ শিক্ষক বেদাচার্য্য শ্রীযুক্ত বিষ্ণুপাঠক কাবলে মহোদয়ের সাহায্যে বেদের পরিচয় আপনাদের পাঠ সুবিধার্থে তুলে ধরার সমর্থ হয়েছি। এই ধারাবাহিক হতে বেদের ন্যুনাধিক সংবাদ জ্ঞাত হয়ে যদি কিঞ্চিন্মাত্রও বেদের প্রতি আকৃষ্ট হন, তাহলে তাঁহারা সমগ্র যজুর্বেদ যথাবিধি অধ্যয়ন করে বৈদিক যজ্ঞে বঙ্গের গৌরব পুনঃ প্রতিষ্ঠা করতে যত্নশীল হবেন, এই আশাবন্ধ নিয়ে হিন্দুর হৃদয় আনন্দাবেগে জাগিয়া উঠবে। সুত্র- "বেদের পরিচয়" ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিহৃদয় বন ক্রমশঃ- শেয়ার করুন-
নিবেদনে- শ্রীমদ্ভগবদ্গীতা স্কুল

No comments:

Post a Comment