☞উত্তরঃ বৈদিক শাস্ত্রে ৩২ টি সেবা
অপরাধের কথা উল্লেখ করা হয়েছে যেমন---
১। গাড়িতে করে বা পালকিতে করে অথবা
জুতো পায়ে দিয়ে ভগবানের মন্দিরে
প্রবেশ করা উচিত নয়।
২। পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য
জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব
পালনে অবহেলা করা উচিত নয়।
৩। ভগবানের শ্রীবিগ্রহের সামনে দন্ডবৎ
প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত
নয়।
৪। খাওয়ার পর হাত-পা না ধুয়ে ভগবানের
মন্দিরে প্রবেশ করা উচিত নয়।
৫। দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত
নয়।
৬। এক হাতে দন্ডবৎ প্রণাম করা উচিত নয়।
৭। শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়।
মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে,
ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে
প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত তিনবার
মন্দির পরিক্রমা করা উচিত।
৮। শ্রী বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা
উচিত নয়।
৯। ভগবানের শ্রীবিগ্রহের সামনে হাত
দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি
ধরে বসা উচিত নয়।
১০। ভগবানের শ্রী বিগ্রহের সামনে শোয়া
উচিত নয়।
১১। ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত
নয়।
১২। ভগবানের শ্রীবিগ্রহের সামনে মিথ্যা
কথা বলা উচিত নয়।
১৩। ভগবানের শ্রীবিগ্রহের সামনে জোরে
জোরে কথা বলা উচিত নয়।
১৪। ভগবানের শ্রীবিগ্রহের সামনে অপরের
সঙ্গে কথা বলা উচিত নয়।
১৫। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন
বা চিৎকার করা উচিত নয়।
১৬। ভগবানের শ্রীবিগ্রহের সামনে ঝগড়া
করা উচিত নয়।
১৭। ভগবানের শ্রীবিগ্রহের সামনে কাউকে
তিরস্কার করা উচিত নয়।
১৮। ভগবানের শ্রীবিগ্রহের সামনে
ভিক্ষুককে ভিক্ষা দান করা উচিত নয়।
১৯। ভগবানের শ্রী বিগ্রহের সামনে
কাউকে কঠোর বচন বলা উচিত নয়।
২০। ভগবানের শ্রীবিগ্রহের সামনে চর্ম
ধারণ করা উচিত নয় অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র
পরিধান করে ভগবানের শ্রীবিগ্রহের
সামনে যাওয়া উচিত নয়।
২১। ভগবানের শ্রীবিগ্রহের সামনে অন্য
কারও স্তুতি বা প্রশংসা করা উচিত নয়।
২২। ভগবানের শ্রীবিগ্রহের সামনে খারাপ
কথা বলা উচিত নয়।
২৩। ভগবানের শ্রীবিগ্রহের সামনে বায়ু
ত্যাগ করা উচিত নয়।
২৪। ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা
থেকে বিরত থাকা উচিত নয়।
২৫। শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোন কিছু
খাওয়া উচিত নয়।
২৬ ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে
অর্পন করা উচিত।
২৭। খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে
নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়।
২৮। ভগবানের শ্রীবিগ্রহের দিকে পিছন
ফিরে বসা উচিত নয়।
২৯। নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন
করা উচিত নয়, অর্থাৎ গুরুদেবকে দণ্ডবৎ করার
সময় উচ্চস্বরে 'গুরু প্রণতি' উচ্চারণ করা উচিত।
৩০। গুরুদেবের সান্নিধ্যে এলে তাঁর
গুণকীর্তন করতে অবহেলা করা উচিত নয়।
৩১। গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা
উচিত নয়।
৩২। ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্যান্য
দেবদেবীর নিন্দা করা উচিত নয়।
হরে কৃষ্ণ।।
Sunday, June 25, 2017
প্রশ্নঃ সেবা অপরাধ গুলো কি কি বা ভগবৎ সেবার বিধি-নিষেধ গুলো কি কি?

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment