সূচনাঃ
শুক্লযর্জবেদ ০৫/২১
বিষ্ণো ররাটমসি বিষ্ণোঃ শ্মপ্তে স্হো বিষ্ণোঃ স্যূরসি বিষ্ণোর্ধ্রুবোহসি। বৈষ্ণবমসি বিষ্ণবে ত্বা।
অনুবাদঃ হে ভক্তিদেবী (শুদ্ধসত্ত্বও বলা হয়) তুমি বিষ্ণুর ললাট স্থানীয়। হে জ্ঞান ও ভক্তি তোমারা বিষ্ণুর সাথে আমার ভগবতকর্মের সংযোজক(connector) হও।
এখানে স্পষ্টতই বলছে বৈষ্ণবরা ভগবানের ললাট (কপাল) হতে জাত।
শুক্লযর্জুবেদ ৩১/১১ঃ
ব্রাহ্মণোহস্য মুখমাসীদ্বাহু রাজন্যঃ কৃতঃ।উরু তদস্য যদ্ বৈশ্যঃ পদ্ভ্যাং শূদ্রো অজায়ত।
অনুবাদঃ বিষ্ণুর মুখ থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয় হাত থেকে, বৈশ্য উরু থেকে এবং শূদ্র পা থেকে জাত হন।
অর্থ্যাৎ যারা বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে নিয়োজিত তারা হন 'ব্রাহ্মণ। যারা প্রতিরক্ষা, যুদ্ধ-বিগ্রহ পছন্দ করেন, তারা হন ক্ষত্রিয়। যারা অর্থনীতি ও পশুপালনাদি করেন তারা হন বৈশ্য এবং যারা নিয়োজিত আছেন অন্যান্য সেবামূলক কাজ-কর্মে যুক্ত, তারা হন শূদ্র।
*********************************
তাৎপর্যঃ বৈষ্ণবের নিন্দা করিবেক যার গণ। তার রক্ষা সামর্থ্য নাহিক কোনজন।।
শূলপাণি সম যদি বৈষ্ণবেরে নিন্দে। তথাপি নাশ যায় কহে শাস্ত্রবৃন্দে।।
ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে। জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈবদোষে মরে।
(শ্রী চৈতন্যভাগবত মধ্য -২২)
তাই বেদ বলছে বৈষ্ণবরা ভগবানের ললাটস্বরুপ তাই বৈষ্ণব নিন্দা করলে সমস্ত পূণ্য নষ্ট হবে, বৈষ্ণবভক্ত তাকে ক্ষমা না করলে ভগবানও তাকে রক্ষা করবেন না, সেই নিন্দুক বারবার জন্ম মৃত্যু চক্রে আর্বতিত হবেন, এমনকি জড়জগতেও সুখ লাভ করতে পারবেন না। তাই স্কন্দ পুরানও বলছে-
অশ্বত্থ তুলসী ধাত্রী গো ভূমি সুরবৈষ্ণবাঃ
পূজিতাঃ প্রণতাঃ ধ্যাতাঃ ক্ষপয়ন্তি নৃণামঘম।।
অনুবাদঃ অশ্বত্থ,তুলসী,ম
াতা,গাভী,সাধু বৈষ্ণব কে পূজা,প্রনাম,শ্রদ্ধা, প্রশংসা করলে সাধারন মানুষের সর্ব প্রকার পাপ বিনষ্ট হয়।
*******************************
উপসংহারঃ যেহেতু আমরা গর্ভধারিণী মাকে ও নিত্যপূজ্য তুলসীদেবীকে পূজা করি, শ্রদ্ধা করি, সেবা করি, তাকে প্রণাম আদি করি।।
গর্ভধারীণি মাতাকে ও তুলসীদেবীকে নিন্দা করলে সবাই তাদের কলঙ্কিত, পাপিষ্ঠ বলে।
সে হিসেবে সাধু বৈষ্ণবরাদের সমানহারে পূজা, শ্রদ্ধা,সেবা, প্রণাম করার যোগ্য,তাদের অবশ্যই পূজা, শ্রদ্ধা,সেবা,প্রণাম করতে হবে।আর তাঁদের নিন্দা করলে তাহলে সে মহাপাপী হবে কারন সেটা হবে নিজ মাতা, গোমাতা, তুলসী মাতার নিন্দার সমান কথা!!চিন্তা করুন, সচেতন হন,মহাপাপ থেকে উদ্ধার হন।।
লিখেছেন- সজীব তালুকদার
Saturday, April 15, 2017
বেদে বৈষ্ণবনিন্দা মহাপাপ!
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment