একবার নারদ-মুনি ভাবলেন
পৃথিবীতে গিয়ে
আমার প্রভূ শ্রী নারায়ণের নাম
প্রচার করে আসি,তাই তিনি তার প্রভূর নাম
লইতে লইতে ধরাধামে আসিলেন।
মুনি যেখানে আসিলেন তিনি দেখতে পেলেন সকলেই কৃষ্ণ নামে বিভূর হয়ে
আছে, নারদ মুনি তাই স্থান ত্যাগ
করে অন্য স্থানে চলে যান। কিন্তু নারদ-
মুনি যেখানেই যাচ্ছেন মনুষ্যকে কেবল
( হরেকৃষ্ণ) নাম জপ করিতে দেখতে
পাচ্ছেন, নারদ-মুনি ভাবলেন সব খানেতে যদি কৃষ্ণ নামই হয় তবে তার
প্রভূর নাম প্রচার করিবে কোথায়, কি
আছে এই ( হরেকৃষ্ণ) যে সকলেই কৃষ্ণ নাম
জপ করিতেছে, এমনি ভাবতে ভাবতে
পুনরায় নারদ-মুনি ফিরে যান বৈকুণ্ঠে প্রভূর নিকট। নারদ-মুনি তার প্রভূকে
জিজ্ঞেস করিলেন প্রভূ ( হরে কৃষ্ণ)
কি এমন মহিমা যে সকলেই কৃষ্ণ নামে
বিভূর হয়ে থাকে?
তাখন নারায়ণ বলিল তুমিশিবের কাছে যাও তিনিই তোমার উত্তর দিবেন, তাই নারদ-মুনি প্রভূর
কথা মত শিবের নিকট যান, নারদ-মুনি
শিব’জীকে বলিল হে প্রভূ, কৃপা করে
হরে কৃষ্ণ নামের মহিমা আমায়
বলুন,মহাদেব বলিল ব্রম্মার কাছে
যাও তিনিই তোমার উত্তর দিবেন, নারদ- মুনি মহাদেবের কথামত শ্রী-ব্রহ্মার
এসে শ্রীব্রহ্মদেবকে জিজ্ঞাসা
করিল-
হে পিতামহ ব্রহ্মা,অনুগ্রহপূর্বক আমায়
( হরে কৃষ্ণ) নামের মহিমা বলুল।
শ্রী-ব্রহ্মা বলিলেন হরে কৃষ্ণনামের মহিমার অন্ত নেই তাই তুমি যমরাজের নিকট যাও সেখেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে।
নারদ- মুনি ভাবতে লাগলেন তার বুঝি কৃষ্ণ নামের মহিমা আর জানা হবে না, তবুও তিনি শেষ
বারের মত যমরাজের কাছে যাইতে ইচ্ছুক হইলেন। নারদ-মুনি যমালয়ে গিয়ে যমরাজকে বলিল হে প্রভূ আমি অনেক জায়গায় গিয়েছি ( হরে কৃষ্ণ) নামের মহিমা জানার জন্য কিন্তু কোন উত্তর পাইনি, কৃপা করে আপনি আমাকে
বলুন কৃষ্ণ নামের মহিমা কি…!
যমরাজ কিছু না বলে নারদ-মুনিকে নিয়ে যায়
সেখানে যেখানে পাপীদের পাপের শাস্তি দেওয়া হয়, নারদ-মুনি পাপীদের কঠোর সাস্তি দেখিয়া
তার বদনে 'হা কৃষ্ণ হা কৃষ্ণ' ধ্বনি বেড়িয়ে আসিল, মুনিবরের সেই ধ্বনি সে সব পাপীদের কর্ণে গিয়ে পৌছালে সেই পাপীরা উদ্ধার হয়ে যেতে লাগল, নারদ-মুনি পাপীদের এরকম ভাবে মুক্তি প্রাপ্তি হওয়ায় বুঝিতে পারিলেন কৃষ্ণ নামের মহিমা কি….!
তাই হে ভক্তগণ আসুন আমরা সকলেই সেই
মুক্তির জন্য(হরে কৃষ্ণ মহামন্ত্র) নাম জপ করি
(হরিবল)।।
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে”
Sunday, April 9, 2017
জেনেনেই কৃষ্ণ নামের মহিমা কি?
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment