ওরা ইসলামের জন্য এক হতে পারে
রাজনীতির কথা ভুলে,
আমরা হিন্দুত্বের জন্য এক হতে পারিনা
রাজনীতির গ্যাঁড়াকলে ।
ওরা আল্লার নামে একজোট হয়,
রাজনীতির দ্বন্দ্ব ভুলে,
আমরা রামের নামে এক হতে পারিনা
বিভেদ করি বিজেপি-সিপিএম-ত
ৃনমূলে ।
ওরা সবুজে একজোট হয়ে যায়,
দলীয় পতাকা ত্যাগ করে,
আমরা গেরুয়াকে আপন করি না
স্বার্থের কথা মনে করে ।
ওরা মসজিদের জন্য একজোট হয়
গড়তে চাই বাবরি
আমরা রামমন্দিরের বিরোধীতা করে
হাসপাতাল করতে চাই তৈরী ।
ওরা হজের সাবসিডি নিতে পারে
আইন-কানুন গড়তে পারে,
আমরা নিজেরাই যুদ্ধ করে যায়
হিন্দুরাই যুদ্ধে হারে ।
ওরা পারে প্রতিশোধ নিতে
প্রশাসনকে করে স্তব্ধ,
আমরা নিজেরা বিভেদ করি
হাত-হাতুড়ী-ঘাসফুল পদ্ম ।
ওরা আল্লা হু আকবর বলে
সব দলেরই মঞ্চে,
আমরা জয় শ্রী রাম বলতে ভয় করি
রাজনৈতিক পদ বাঁচাতে ।
ওরা পারে রাজনৈতিক ক্ষমতা
প্রশাসনকে ব্যবহার করতে,
আমরা পারি বিরোধীতা করে
মুসলিমের হাতে মরতে ।
ওরা পারে বাংলার হিন্দুদের
জ্যান্ত পুড়িয়ে মারতে,
আমরা পারি ক্ষমতার আশায়
বছরের পর বছর দিন গুনতে।।
Sunday, April 9, 2017
"বোকা হিন্দু" সব্যসাচী ভট্টাচার্য্য
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment