চলুন, আমরা রামের আদর্শ আমাদের জীবনে চরিতার্থ করি। নিজেদের বদলে ফেলি।
চলুন, এই গ্রুপের আমরা সবাই রামের চরিত্রে বলবান হই। আমরা সবাই উন্মুক্ত হয়ে যায়।
রামায়ন পড়ে কি লাভ ? যদি আমরা রামায়ন না হই?
আর তাই রামের চরিত্র ও বানী অতি সংক্ষেপে তুলে ধরলাম
রাম ছিলেন একাধারে -------
★বিষ্ণুর সপ্তম অবতার
★অযোধ্যার রাজা
★শ্রেষ্ঠ পুরুষ
★আত্মনিয়ন্ত্রণের অধিপতি
★যোগেশ্বর
★কর্মবীর
★বীরযোদ্ধা
★নীতি নির্দারক
★অদ্বিতীয় নেতা
★শ্রেষ্ঠ দার্শনিক
★শ্রেষ্ঠ সম্রাট
★শ্রেষ্ঠ আদর্শ
সুতরাং----
রামের উপদেশ গুলো এতই বাস্তবধর্মী যে, তা মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই পরিবার হবে সুখী, সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময়।
নিচে রামের উপদেশ গুলো হুবহু তুলে ধরলাম
শ্রী রামচন্দ্রের অমৃত বাণী
জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম।
দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে।
গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ?যখন মোহ ত্যাগ করবে,তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে।
শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করোনা।
ব্যাবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়।
মিথ্যাবাদী ব্যাক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর।
সত্যই এ জগতের নিয়ন্ত্রক,সত্যেই ধর্ম প্রোথিত হয়ে আছে।
মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে পারে না।
চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে,হিমবন বরফশুন্য হয়ে পড়তে পারে,সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না।
শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়।
উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই, উৎসাহী ব্যাক্তি জগতও জয় করতে পারে।
দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মত পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা, দয়া, ক্ষমাও মানবতার মত বড় গুন আর নেই।
হৃদয়বানের কোন ক্রোধ নেই।
অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষে, প্রকৃত বীর অকারনে বাক্য ব্যয় করে না।
দেশে দেশে বন্ধু,আত্মীয়স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষন এর মত সহোদর মেলা সম্ভব।
তপস্যাই পরম শ্রেয়, বাকী সকলই মায়া।
যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষন, এখানে আমার শান্তি লাভ হচ্ছেনা, সব সময় মনে রাখবে, জননী ও জন্মভুমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ।
Sunday, April 9, 2017
শ্রী রামচন্দ্রের অমৃত বাণী

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment