Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Saturday, April 15, 2017

বেদকথা

বেদ যেমন কর্ম পদ্ধতি জ্ঞাপক,তেমনি বেদ জ্ঞানের পরিপোষক।একাগ্রচিত্তে কেউ যদি বেদের মন্ত্রে প্রবেশ করে তবে তার মন কর্ম-জ্ঞান-ভক্তি এই ত্রিতত্ত্বের সাধনায় অনুপ্রাণিত হবে।
বেদ পড়তে শুরু করলে বেদের প্রথম অংশ কিছুটা দুর্বোধ্য মনে হবে। কিন্তু যতই এগিয়ে যাওয়া যায়,ততই সহজ হয়ে বেদ ধরা দিবে।বিষয়টা অনেকটা যষ্ঠি মধু চিবানোর মত ব্যাপার। যষ্ঠি মধু মুখে নিয়ে চিবানো শুরু করলে প্রথমে তিতা লাগে,কিন্তু চিবানো বন্ধ না করে চিবাতে থাকলে ক্রমশ তা মিঠাই লাগবে।
এজন্যই সব কাজের আগে শুরু করতে হয় আচমন মন্ত্র-"তদ্বিষ্ণো: পরমং পদং"।
অর্থাৎ হে ভগবান,আমার জ্ঞান পথের বাধা অপসারন করিয়া দাও,আমি যেন অবাধে সত্য দর্শনে সমর্থ হই।

No comments:

Post a Comment