চক্ষু কি দেখবে?
তার দেখবার সামগ্রী কি সংসারে আছে ?
অথবা, সে কি নারীর রূপ-সুধা পান করবার জন্য মত্ত হয়ে পরস্ত্রীর পিছন পিছন ঘুরে ফিরবে?
চক্ষুর যদি সে প্রবৃত্তি-সে প্রবৃত্তি হয়, সে চক্ষুকে উৎপাটন করে ফেলতে পারবে না কি?
-অপকর্মের পিছ ছুটে বেড়ানো ভিন্ন চক্ষুর কাজ যে অনেক আছে। সে চক্ষুকে চক্ষুই বলি না, যে চোখ সত্য-মিথ্যার দ্বন্দ্বের মধ্যে হতে সত্যকে বেছে নিতে না পারে; সে চক্ষুকে চক্ষুই বলি না, যে চক্ষু এই মিথ্যার সংসারে এসে সত্যের অনুসরণ করতে সমর্থ না হয়। পরন্তু, সেই চক্ষুই সার্থক চক্ষু, রূপ দেখতে দেখতে যে চক্ষু সর্ব্বকালে সর্ব্বভুতে সেই জগৎ পিতার রূপ দেখে তন্ময় হতে পারে।
আর পবিত্র ধর্মগ্রন্থ বেদ সেই শিক্ষাই দিতেছেন-
"চক্ষুর্যজ্ঞেন কল্পতাম।"
তোমার চক্ষুকে যজ্ঞের জন্য- সৎ কর্মের জন্য-সত্যের জন্য বিনিযুক্ত কর। কেননা তাতেই সর্বভূতে আত্মদর্শন হবে, সকল রূপেই রূপময়ের অপরূপ রূপ প্রত্যক্ষ করতে পারবে। যে চক্ষু ভগবানকে না দেখতে পেল, সে চক্ষু চক্ষুই নয়। প্রন্তু, বিশ্ব ব্যাপিয়া বিশ্বনাথ যে মনোময় মোহন রূপে বিরাজমান রয়েছেন, যে চক্ষু তা প্রত্যক্ষ করল; প্রত্যক্ষ করে আনন্দে বিভোর হতে পারলো; সেই চক্ষুই চক্ষু।
Sunday, March 26, 2017
চক্ষু কি দেখবে? চক্ষুর কাজ কী?
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment