Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Friday, March 31, 2017

সনাতন ধর্ম কি গ্রহণ করা যায়?

★★★সনাতন ধর্ম কি গ্রহণ করা যায়?
হিন্দুধর্ম গ্রহন করার ঘোষনা চতুর্থ শতাব্দীতে ঋষি দেবলের ডাকে অভিভক্ত ভারতীয় উপমহাদেশে সমসাময়িক ঋষিদের নিয়ে সিন্ধু তীরবর্তী অঞ্চলে এক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনেই হিন্দুধর্ম গ্রহণ করার পদ্ধতি প্রথম প্রকাশ করা হয়।
=>হিন্দুধর্ম গ্রহণ করার জন্য পবিত্র বেদের মন্ত্র--
ঋগ্বেদ, ৯/৬৩/৫
হে মনুষ্যগণ তোমরা ঈশ্বরের মহিমাকে বৃদ্ধি কর, সমগ্র বিশ্বকে আর্যধর্মে দীক্ষিত কর'।
★★★কিভাবে হিন্দুধর্ম গ্রহন করা যায়?
শুদ্ধি যজ্ঞ এর মাধ্যমে যেই কেউ হিন্দুধর্ম গ্রহন করতে পারে।
★★★কিভাবে এই যজ্ঞ করা হয়?
ঋষি দেবলের "দেবল স্মৃতি' নামক শাস্রীয় গ্রন্থে শুদ্ধি যজ্ঞ এর মন্ত্র ও প্রক্রিয়া লিপিবদ্ধ আছে। সেই অনুযায়ী মন্ত্র পাঠের মাধ্যমে শুদ্ধি যজ্ঞ করে হিন্দু ধর্ম গ্রহন করা যায়।
★★★কারা হিন্দুধর্ম গ্রহন করতে পারে?
যে কোনো ধর্মের, যে কেউ চাইলেই হিন্দুধর্ম গ্রহন করতে পারে।
★★★বর্তমানে সারা বিশ্বে কারা হিন্দুধর্ম প্রচার করছে?
=>শ্রী শ্রী রবীশংকর
=>শ্রীমতি অমৃতানন্দময়ী দেবী
=>ভারতীয় আর্য সমাজ
=>ইস্কন
=>ভারত সেবাশ্রম সঙ্ঘ
=>স্বামী নারায়ণ সংস্থা
=>বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বজরং, BJP
রাশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান ও আফ্রিকান হিন্দু সংঘঠন সহ আরো অসংখ্য ধর্মীয় প্রতিস্টান।
ধারনা করা হয় সারা বিশ্বে এই পর্যন্ত প্রায় তিন কোটি অহিন্দু হিন্দু ধর্মে দিক্ষিত হয়েছে।

No comments:

Post a Comment