মানব জীবনের একমাত্র পরম উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি দীক্ষা অর্থ দৃষ্টি দান বা ঈশ্বরকে দেখার শক্তি দান করা আর দীক্ষামন্ত্র হল শক্তির বীজ যে বীজ অংকুরোদগমের মাধ্যমে সেই ঈশ্বর প্রাপ্তি শক্তির সৃষ্টি হয়ে থাকে সংসারের মায়া জালে আবদ্ধ মানবদৃষ্টি দীক্ষামন্ত্রের দ্বারা উন্মোচিত হয় ঈশ্বর দর্শনে।
No comments:
Post a Comment