প্রশ্নঃ সৃষ্টির আদিতে কি এক অথবা বহু মানুষের উৎপত্তি হইয়াছিল?
উত্তরঃ আদি সৃষ্টিতে পরমাত্মা বহু যুবক যুবতী উৎপন্ন করেছিল! দেখুন......
" মনুষ্যা ঋষয়শ্চয়ে, ততো মনুষ্যা অজায়ন্ত"
অনুবাদঃ আদিতে অনেক অর্থাত শত শত, সহস্র মনুষ্য উৎপন্ন হয়েছিল।
শতপথ ব্রাহ্মণ ১৪কান্ড, ৩প্রপাটক, ২ব্রাহ্মণ, ৫ কনিকা।
তৎ যজ্ঞং বর্হিষি প্রৌক্ষন্ পুরুষং জাতমগ্রতঃ।
তেন দেবা অযজন্ত সাধ্যা ঋষয়শ্চ।।
অনুবাদঃ সবার প্রথমে প্রকট হয়ে সেই পূজনীয় পুরুষকে হৃদয়ন্তরিক্ষের মধ্যে অভিষিক্ত করে। বিদ্যান লোক, সাধনাকারী এবং যে ঋষি সকল সেই পুরুষ দ্বারা (প্ররিত হয়ে) যজ্ঞদ্বারা উপাসনা করে।
যজুর্বেদ ৩১ অধ্যায়, মন্ত্র ৯।
তস্মাদগ্নিঃ সমিধো যস্য সূর্যঃ সোমাৎ পর্জন্য ওষধয়ঃ পৃথিব্যাম্।
পুমান্ রেতঃ সিঞ্চতি যোষিতায়ং বহ্বীঃ প্রজাঃ পুরুষাৎ সম্প্রসূতাঃ।।
অনুবাদঃ সূর্য যাহার কাষ্টস্থানীয় সেই অগ্নি (দ্যুলোক) এই পুরুষ হইতে জাত। দ্যুলোকরূপ অগ্নিদ্বারা নিষ্পন্ন সোমরস হইতে অথবা দ্যুলোক সম্ভূত চন্দ্র হইতে মেঘ এবং মেঘ হইতে পৃথিবীতে শস্যাদি জন্মে। অনন্তর প্রাণিদেহের উপাদানভূত সেই শস্য দ্বারা পুষ্ট হইয়া পুরুষ স্ত্রীতে বীর্য সিঞ্চন করে। এইরূপে ক্রমানুসারে পরমপুরুষ হইতে বহু প্রজা উৎপন্ন হয়।
Friday, March 24, 2017
মুন্ডক উপনিষদ ২মুন্ডক ১খন্ড ৫ শ্লোক
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment