Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Monday, March 20, 2017

বেদে দ্বিভূজ বিষ্ণু(কৃষ্ণ) রুপই নিত্যসিদ্দ

সূচনাঃ আদি নিত্য বিষ্ণুই কৃষ্ণ,তিনি দ্বিভূজ হতে চতুর্ভুজরুপ কারন,গর্ভোদক,ক্ষীরোদক বিষ্ণু আদিতে স্বরুপ হন। তাই বেদ,উপনিষদ,গীতা,ভাগবত আদিতে দ্বিভূজ বিষ্ণু কৃষ্ণেরই মহিমা বর্ণনা করে। যথা-
শুক্ল যজুর্বেদ ৫।১৯
দিবো বা বিষ্ণো উত বা পৃথিব্যা মহো বা বিষ্ণু উরোরন্তরিক্ষাৎ।
উভো হি হস্তা বসুনা পৃনস্বা প্রযচ্ছ দক্ষিণাদোত সব্যাদ্বিষ্ণবে ত্বা।।
অন্বয়ঃ
হে (বিষ্ণু)-বিশ্বজগতের মহাপ্রভু (দিব)-দ্যুলোক হইতে (উত বা মহো)-অনেক মহৎ (পৃথিব্যা)-ভুলোক হইতে হে (বিষ্ণু)-বিশ্বজগতের মহাপ্রভু (উরো)- অনন্ত প্রসারী (অন্তঃরিক্ষাত্)- অন্তরিক্ষ হইতে (উভা হস্ত+আ)-উভয় অপ্রাকৃত হস্তকে (বসু+ না)-পরমধন দ্বারা (আ +পৃণস্ব)-আপনি পূর্ণ করুন আর (দক্ষিণাত)-ডানে (উত)এবং (সব্যদ)-বামে (আ +প্রযচ্ছ)-আপনি প্রদান করুন (বিষ্ণবে)-প্রাপ্তি নিমিত্তে উপাসনা করি (ত্বা)-আপনাকে।।
অনুবাদঃ হে বিশ্বজগতের মহাপ্রভু আপনি দ্যুলোক হইতে কি ভূলোক হইতে কিংবা অনন্ত প্রসারী অন্তরিক্ষলোক হইতে পরমধন লইয়া আপনি উভয় হস্তকে পূর্ণ করুন আর দক্ষিণ ও বাম হস্ত (উভয় হস্ত) দ্বারা অবাধে অবিচারে আপনি সেই পরমধন প্রদান করুন,আপনাকে প্রাপ্তি নিমিত্ত উপাসনা করি।।
প্রসঙ্গঃ
i.এখানের ভগবানের স্বরুপ বর্ণিত
ii.এখানে ভগবানের মহিমা কথা বর্ণিত
iii.এখানে ভগবানই ভক্তি প্রদান করেন তা বর্ণিত।
iv.এখানে ভক্তের শরণাগতির কথা বর্ণিত।

No comments:

Post a Comment