Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Monday, March 20, 2017

শ্রীমদ্ভগবদগীতা ষষ্ঠ অধ্যায়ের শ্লোক ২৯-৩০-৩১ এর সারাংশ

জীবে প্রেম, স্বার্থত্যাগ, ভক্তি ভগবানে-এই তিনটি এক। আত্মজ্ঞান ব্যতীত স্বার্থত্যাগ নাই, কেননা, 'আমিত্ব' 'মমত্ব'-বোধ থাকলে প্রকৃত স্বার্থত্যাগ হয় না, স্বার্থত্যাগ ব্যতীত জীবে প্রেম নাই, জীবে প্রীতি ভিন্ন ঈশ্বরে ভক্তি নাই। যিনি একত্বে স্থিত হয়ে, সর্বভূতে একমাত্র আমি আছি এরূপ বুদ্ধি অবলম্বন করেন এবং সকলের মধ্যে আমি আছি সেই আমাকে ভজন করেন সর্বভুতেই নারায়ণ আছেন এই জানিয়া নারায়ণ জ্ঞানে সর্বভূতে প্রীতি করেন, সেবা করেন, তিনি যে অবস্থায়ই থাকেন না কেন, তিনি আমাতেই থাকেন অর্থাৎ তাঁহার চিত্ত আমাতেই নিযুক্ত থাকে, তাহার ইচ্ছা আমারই ইচ্ছায়, তাঁহার কর্ম আমারই কর্মে পরিণত হয়।
"তিনি জ্ঞানে মদ্ভাবপ্রাপ্ত, কর্মে মৎকর্মকৃৎ, ভক্তিতে মদ্গতচিত্ত"

No comments:

Post a Comment