দিবো বা বিষ্ণ উত বা পৃথিব্যা মহো বা বিষ্ণ উরোরন্তরিক্ষাত।
উভো হি হস্তা বসুনা পৃনস্বা প্রযচ্ছ দক্ষিণাদোত সব্যাদ্বিষ্ণবে ত্ব।।
সরলার্থঃ
হে (বিষ্ণু)-=পরমেশ্বর (দিব) =দ্যুলোক হইতে (উত বা মহো)= অনেক মহৎ। (পৃথিব্যা)=ভূলোক হইতে হে (বিষ্ণু)=পরমেশ্বর (উরো)=অনন্ত প্রসারী (অন্তঃরিক্ষাত্)=অন্তরিক্ষ হইতে আপনি (উভা হস্তা)=উভয় হস্তে (বসুনা)=পরম ধন দ্বারা (আ পৃণস্ব)=পূর্ণ করুন আর (দক্ষিণাত)=ডান (উত) এবং (সব্যদ)=বাম উভয় হস্ত দ্বারা সেই পরমধন (আ প্রযচ্ছ)=প্রদান করেন (ত্বা)=আপনি আমাদিগকে (বিষ্ণবে) প্রাপ্তি হেতু আপনাকে।
ভাবানুবাদঃ
হে পরমেশ্বর ভগবান আপনি দ্যুলোক হইতে কি ভূলোক হইতে কিংবা অনন্ত প্রসারী অন্তরিক্ষলোক হইতে পরমধন লইয়া আপনার উভয় হস্ত পূর্ণ করুন,,,এবং দক্ষিণ ও বাম হস্ত ( উভ হস্ত) দিয়াই অবাধে অবিচারে আমাদিগকে সেই পরমধন প্রদান করুন।।।
Saturday, March 18, 2017
শুক্ল যজুর্বেদ ৫।১৯
Hey visitor! I'm Satyajit Roy holding a big name of famous indian film director! but not for nothing at all ��. Trying to write something about something.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment