Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Sunday, March 12, 2017

দোল পূর্ণিমা প্রসঙ্গ

আজকের পূর্ণিমা তিথিকে দোলপূর্ণিমা বলা হয়। আবার একই সঙ্গে এই তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম দিবস বলে একে বৈষ্ণবরা গৌরপূর্ণিমা নামেও অভিহিত করে। সসকল ভক্তবৃন্দকে দোলযাত্রা এবং গৌরপূর্নিমার প্রীতি ও শুভেচ্ছা।
পণ্ডিতেরা বলেন, রাধাকৃষ্ণের দোলনায় দোলা বা দোলায় গমন করা থেকেই ‘দোল’ কথাটির উৎপত্তি
প্রকৃতির কবি রবীন্দ্রনাথ লিখেছেন,
"ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।"
এই দোল কথাটি প্রকৃত তাৎপর্য্য, বিশ্বব্রহ্মাণ্ড তো সর্বদাই দোদুল্যমান। এই জগৎ সংসারকে দোলাচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরাও প্রত্যেকে দুলছি | তাই উৎসবটি 'দোল' নামে পরিচিত।

No comments:

Post a Comment