Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Friday, March 17, 2017

হরিনাম মহামন্ত্র কিভাবে প্রচার হলো?

হরিনাম মহামন্ত্র প্রচার করিবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ করিয়া ছিলেন নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে এভাবে…..
শোন শোন নিত্যানন্দ,শোন হরিদাস।
সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ।
প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা।
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা।
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ নাম।
কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ।
তোমা সব লাগিয়া কৃষ্ণের অবতার।
হেন কৃষ্ণ ভজ সবে ছাড় অনাচার ।।
(চৈতন্য-ভাগবত)।।

No comments:

Post a Comment