Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Saturday, March 18, 2017

সনাতন ধর্ম কি বলে?

★“জীবে প্রেম করে যেই জন, সেইজন
সেবিছে ঈশ্বর”-স্বামী বিবেকানন্দ।
★“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে
নাই”-চন্ডীদাস।
★“মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ
ধর”-শ্রী শ্রী ঠাকুর অনকুলচন্দ্র।

=>উপরের বাক্য তিনটি হিন্দু ধর্মের তিনজন
মাহামানবের বলা। হিন্দু ধর্মের অসংখ্য
মহামানব এরকম হাজার হাজার বানী
দিয়ে গেছেন যা কোন বিশেষ ধর্মের
মানুষের জন্য নয় বরং সমগ্র মানব
জাতিকে উদ্দেশ্য করে। হিন্দুরা সত্যই
বিশ্বাস করে প্রত্যেক জীবের মধ্যে
ঈশ্বর আছেন আর তাই তারা যখন কারো
সাথে পরিচিত হয় তাকে মাথা নিচু করে
নমষ্কার জানায় কারণ প্রত্যেকের
ভিতরে থাকা ঈশ্বরকে তারা শ্রদ্ধা
করে। হিন্দু ধর্মের উদারতার একটি বড়
প্রমান হিন্দুরা কখনই বলে না তাদের ধর্ম
অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠ। কারণ তারা
বিশ্বাস করে “আপনাকে যে বড় বলে বড়
সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়”।
হিন্দুরা প্রত্যেক মানুষকে সমানভাবে
শ্রদ্ধা করে বলেই কোন হিন্দু মহামানব
কখনই অন্য ধর্মের কোন মানুষকে হিন্দু
ধর্ম গ্রহনের জন্য প্রভাবিত করে না বা
এই রকম প্রলভন দেখায় না যে হিন্দু ধর্ম
গ্রহন করলে তার জন্য স্বর্গ নিশ্চিত।
হিন্দু ধর্মের মহামানবরা বলেন না যে,
“একজন হিন্দু আরেকজন হিন্দুর ভাই” বরং
হিন্দুরা প্রার্থনার শুরুতে বলে,
“সর্বে ভবন্ত সুখিন,
সর্বে সন্ত নিরাময়া,
সর্বে ভদ্রানি পশ্যন্ত,
মা কশ্চিদ দুঃখভোগে ভবেত।।
অর্থাৎ জগতের সকলেই সুখি হউক, সকলেই
নিরাময় লাভ করুক, সকলেই মঙ্গল লাভ
করুক, কেহ যেন দুঃখ ভোগ না করে।
এই ভাবেই হিন্দুরা পৃথিবীর সকল মানুষ
এবং জীবের মঙ্গল কামনা করে। হিন্দু
ধর্মে এই উদারতা আছে বলেই একে বলা
হয় সনাতন ধর্ম যার অর্থ এটি সৃষ্টির শুরু
থেকে ছিল, আছে এবং থাকবে। হিন্দু
ধর্মের মানুষের মাঝে উদারতা আছে
বলেই তাদের মন্দিরে যে কোন মানুষের
অবাধ বিচরণ করার অধিকার রাখে।

No comments:

Post a Comment