Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Tuesday, May 1, 2018

সনাতন ধর্মের মাহাত্ম্য (পর্ব ২) About Sanatan Dharma - the prime religion over the time.

কালে কালে ধর্মহীনতা বৃদ্ধির কারনে ধর্মজ্ঞান প্রচারকেরা দেখলেন,
অশ্রদ্ধাবান এবং কু-তৰ্ককারী ব্যক্তিদের কিছুতেই শ্রদ্ধার উদয় হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং তাদের নিকট শাস্ত্র তাৎপৰ্য্য প্রকাশের ভূয়োভুয়ঃ নিষেধ করেছেন, আবার যে সকল ব্যক্তি ঈশ্বর নিষ্ঠ, অথচ কেবল শাস্ত্রের যথার্থ তাৎপৰ্য্য অবগত হতে না পারাতেই শ্রদ্ধা বিহীন হয়েছেন তাদের অবশ্যই শাস্ত্র কথা শুনাতে নিশেধ নেই, যেহেতু তারা শাস্ত্রের তাৎপৰ্য্য অবগত হতে পারলেই তার অনুগামী হয়ে দুস্তর ভব সমুদ্র পার হওয়া জন্য যত্ন করতে পারবেন তার সন্দেহ নেই। অতএব ঐরকম ব্যক্তিদের বোঝার সুবিধা করা প্রয়োজন। যদিও এবিষয়টি সম্পাদনে সাধারণ বিদ্যা, বিজ্ঞান বিষয়ে ধারনা, শাস্ত্ৰজ্ঞান, ঈশ্বরে অচলা ভক্তি, এবং বাংলা ভাষায় রচনা শক্তি ইত্যাদি যে সকল গুণ আবশ্যক।

নিবেদনে - শ্রীমদ্ভগবদগীতা স্কুল।
ক্রমশ....

No comments:

Post a Comment