Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Tuesday, June 20, 2017

জানা আবশ্যক -- আসুন জানি

★দুইপক্ষ - কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।

★দুই অয়ণ=উত্তরায়ণ,,দক্ষিণায়ন।

★ত্রি ভুবন – স্বর্গ, মর্ত, পাতাল।

★ত্রিফলা - হরীতকী, বিভীতকী বা বহেড়া, আমলকী।

★ত্রিধারা - মন্দাকিনী, অলকানন্দা,ভোগবতী।

★ত্রিশক্তি - কালী, তারা, ত্রিপুরা।

★ত্রিকাল - অতীত, বর্তমান, ভবিষ্যৎ।

★ত্রিকুল - পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল।

★ত্রিবেণী - গঙ্গা, যমুনা, সরস্বতী।

★ত্রিপিটক - সূত্র, বিনয়, অভিধর্ম।

★ত্রিরত্ন - বুদ্ধ, ধর্ম, সংঘ।

★ত্রিবর্গ - ধর্ম, অর্থ, কাম।

★গরমমশলা - দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।

★চারবেদ - ঋক, সাম, যজু, অথর্ব।

★চারযুগ - সত্য, ত্রেতা দ্বাপর, কলি।

★চতুর্বর্গ - ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।

★চতুরঙ্গ সেনা - হস্তী, অশ্ব, রথ,পদাতিক।

★চতুর্ধাম - রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ,
দ্বারকানাথ।

★চতুরাশ্রম - ব্রহ্মচর্য, গার্হস্থ্য,বানপ্রস্থ, সন্ন্যাস।

★চতুর্বর্ণ - ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।

★পঞ্চবাণ - সম্মোহন, উন্মাদন, শোষণ,তাপন, স্তম্ভন।

★পঞ্চগঙ্গা - ভাগীরথী, গোমতী,কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী।

★পঞ্চনদী - কিরণা, ধূতপাপা, সরস্বতী, গঙ্গা, যমুনা।

★পঞ্চনদ - ঝিলম বা বিতস্তা, চন্দ্রভাগা,ইরাবতী, বিপাশা, শতদ্রু।

★পাঁচফোড়ন - মৌরি, মেথি,কালোজিরে,জিরে, রাঁধুনি।

★পঞ্চধান্য - শালি, ব্রীহি, শূক, শিম্বি, ক্ষুদ্র।

★পঞ্চবটী - অশ্বত্থ, বট, বিল্ব, আমলকী,অশোক।

★পঞ্চপ্রাণ - প্রাণ, অপান, সমান, উদান,ব্যান।

★পঞ্চমুক্তি - সার্ষ্টি, সারূপ্য, সালোক,সাযুজ্য, নির্বান।

★পঞ্চতীর্থ - কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা,প্রভাস, পুষ্কর।

★পঞ্চতিক্ত - নিম, গুলঞ্চ, বাসক, পলতা,কন্টকারী।

★পঞ্চনুন - সৌর্বচল, সৈন্ধ, বিট, ঔদ্ভিদ,সামুদ্রিক।

★পঞ্চগুণ - রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ।

★পঞ্চগব্য - দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময়।

★পঞ্চভুত - ক্ষিতি, অপ্, তেজঃ, মরুত,ব্যোম।

★পঞ্চ ‘ক’ - কেশ বা চুল, কাঙ্গা বাচিরুনি, কড়া বা কঙ্কণ বা বালা, কৃপাণবা ছুরি, কাশেরা।

★পঞ্চ 'ম' - মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন।

★পঞ্চরত্ন - নীলকান্ত, হীরক, পদ্মরাগ,মুক্তা, প্রবাল।

★পঞ্চশস্য - ধান, যব, মাষ, তিল, মুগ।

★পঞ্চামৃত - দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি।

★পঞ্চায়ুধ - তরবারি, শক্তি, ধনুক, বর্ম,পরশু বা কুঠার।

★পঞ্চপল্লব - আম, অশ্বত্থ, পাকুড়, বট, যজ্ঞডুমুর।

★পঞ্চোপচার - গন্ধ, পুষ্প, ধূপ, দীপ,নৈবেদ্য।

★পঞ্চপাণ্ডব - যুধিষ্ঠির, ভীম, অর্জুন,নকুল,সহদেব।

★পঞ্চকন্যা - অহল্যা, দ্রৌপদী, কুন্তি,তারা,মন্দোদরী।

★পঞ্চ ইন্দ্রিয় - চক্ষু, কর্ণ, নাসিকা,জিহ্বা, ত্বক।

★পাঁচ মহাসাগর - প্রশান্ত মহাসাগর,ভারতমহাসাগর, আটলান্টিক মহাসাগর,
সুমেরু বা উত্তর মহাসাগর, কুমেরু বা
দক্ষিণ মহাসাগর।

★পঞ্চ ফুলশর - অরবিন্দ, অশোক,
নবমল্লিকা, শিরীষ, নীলোৎপল।

★ছয়ঋতু - গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত,বসন্ত।

★ষড়ঙ্গ - দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময়,গোরোচনা।

★ষড়রস - কটু, তিক্ত, কষায়, লবণ, অম্ল,মধুর।

★ষড়রিপু - কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ,মাৎসর্য।

★ষটচক্র - মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপূরক,
অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা।

★ষটকর্ম - যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনদান, প্রতিগ্রহ।

★সাতসমুদ্র - লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি,
ক্ষীর, স্বাদূদক।

★সাত মহাদেশ - এশিয়া, আফ্রিকা,
ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ
আমেরিকা, অস্ট্রেলিয়া,অ্যান্টার্কটিকা।

★সপ্তস্বর্গ – ভূলোক, ভুবর্লোক, স্বলোক,
জনলোক, মহর্লোক বা মহোলোক,
তপর্লোক, সত্যলোক।

★সপ্তপাতাল – অতল, বিতল, সুতল,
তলাতল, মহাতল, রসাতল, পাতাল।

★সপ্তধাতু(আয়ুর্বেদ)- বায়ু, পিত্ত, কফ,
রক্ত, শুক্র, মাংস, অস্থি।

★সাতবার - সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি,
শুক্র, শনি, রবি।

★সপ্তদ্বীপ (পৌরাণিক) - জম্বু, কুশ,প্লক্ষ,
শাল্মলী, ক্রৌঞ্চ, শাক, পুষ্কর।

★সপ্তর্ষি – মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ,পুলস্ত্য, ক্রতু, বশিষ্ঠ।

★সুরসপ্তক - সা, রে, গা, মা, পা, ধা, নি।

★সপ্তকাণ্ড রামায়ণ - আদি বা বাল,অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধ্যা, সুন্দরা,লঙ্কা বা যুদ্ধ, উত্তরা।

★সপ্তরথী - দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য,
অশ্বত্থামা, শকুনি, দুর্যোধন, দুঃশাসন।

★অষ্টবসু - ধর, ধ্রুব, সোম, অনল, অনিল,
সাবিত্র, প্রথূষ, প্রভাস।

★অষ্টধাতু - স্বর্ণ, রৌপ্য, তাম্র, পিত্তল,
কাংস্য, ত্রপু, সীসক, লৌহ।

★অষ্টকাল - প্রাতঃ, পূর্বাহ্ণ, মধ্যাহ্ন,
সায়াহ্ন, অপরাহ্ন, প্রদোষ, মধ্যরাত্রি,নিশান্তক।

★অষ্টভৈরব - অসিতাঙ্গ, রুরু, চণ্ড,ক্রোধোন্মত্ত, ভয়ংকর, কপালী, ভীষণ,সংহার।

★অষ্টকুলাচল (পৌরাণিক)- হিমালয়,
মহেন্দ্র, মলয়, সহ্য, শক্তিমান, ঋক্ষ,
বিন্ধ্য, পরিপাত্র বা পরিযাত্র।

★অষ্টনাগ (পৌরাণিক) - বাসুকি বা
ভোগীন্দ্র, তক্ষক, অনন্ত, পদ্ম, মহাপদ্ম,
কুলীর, কর্কট, শঙ্খ।

★অষ্টসিদ্ধি - অণিমা, লঘিমা, গরিমা,প্রাপ্তি, প্রাকাম্য, ,মহিমা, ঈশিত্ব,বশিত্ব।

★অষ্টদিগগজ - ঐরাবত, পুণ্ডরীক, বামন,
কুমুদ, অঞ্জন, পুষ্প।।

No comments:

Post a Comment