Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Monday, April 24, 2017

বৈদিক প্রার্থনাঃ-

"তেজোহসি তেজোময়ি ধেহি।বীর্য্যমসি বীর্য্যং ময়ি ধেহি।।
বলমসি বলং ময়ি ধেহি।ওজোহসি ওজো ময়ি ধেহি।।
মন্যুরসি মন্যুং ময়ি ধেহি।সহোহসি সহো ময়ি ধেহি।।"-(যজুর্বেদ ১৯।৯)
অর্থাৎ হে পরব্রহ্ম তুমি তেজস্বী, আমাতে তেজ স্থাপন কর।তুমি বীর্যবান, আমাতে বীর্য স্থাপন কর।তুমি বলবান, আমাতে বল স্থাপন কর।তুমি ওজস্বী,আমাতে ওজঃ স্থাপন কর।তুমি মন্যু তথা অধর্মের বিনাশকারী,আমাতে অধর্ম দমনের শক্তি স্থাপন কর।তুমি সহনশীল আমাতে সহনশক্তি স্থাপন কর।
কাণ্বশাখীয় শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের অংশ বৃহদারণ্যক উপনিষদে(১।৩।২৮) এ বর্ণিত আছে,"অতঃপর পবমানস্তোত্র সকলেরই অভ্যারোহ বিহিত হইতেছে।প্রস্তোতা নামক প্রসিদ্ধ ঋত্বিক্ সামের প্রস্তাপ করিবেন,তখন যজমান এই সকল জপ করিবেন-
ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
"ॐ অসতো মা সদ্ গময় তমসো মা জ্যোতির্গময়! মৃত্যোর্মা অমৃতং গময়॥
ॐ শান্তি শান্তি শান্তি ॥"
অর্থাৎ হে পরমব্রহ্ম,অসত্য হইতে আমাকে সত্যে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও।
"ইদং মে ব্রহ্ম চ ক্ষত্রং চোভে শ্রিয়মশ্নুতাম্ ।ময়ি দেবা দধাতু শ্রিয়মুত্তমাং তস্মৈ তে স্বাহা।"-(যজুর্বেদ ৩২।১৬)
অর্থাৎ আমি ব্রহ্মতেজ আর ক্ষাত্রতেজ এই উভয় শোভাকে প্রাপ্ত হই।দিব্যগুণ সমুহ আমাতে উত্তম শোভাধারণ করুক।এ জন্য সর্বস্ব ত্যাগ করিতেছি।

No comments:

Post a Comment