Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Tuesday, April 25, 2017

বর্তমান বিজ্ঞান বলে সূর্যের আলো থেকেই চাঁদ আলোকিত হয়। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। হিন্দু শাস্ত্র এসম্পর্কে কি বলে?

হাজার বছরের জ্ঞানভাণ্ডার পবিত্র বেদ-এ চন্দ্রের আলো স্বকীয় নয় বলে উল্লেখিত হয়েছে।

অত্রাহ গোরমন্বত নাম ত্বষ্টুরপীচ্যম্ ।
ইত্থা চন্দ্রমসো গৃহে। ঋগ্বেদ, ১/৮৪/১৫

“গমনশীল চন্দ্রলোকে সূর্য্যের উজ্জ্বল জ্যোতি প্রতিফলিত হয় -এইরূপ মানা হয়।”

একই কথা ঋষি যাস্ক বলেছেন-
তদেতেন উপেক্ষিতব্যং অস্য দীপ্তির্ভবতি। নিরুক্ত, ২/৬
অর্থাৎ সূর্যকিরণ চন্দ্রে প্রতিফলিত হয়ে চন্দ্রের আলোক হয়। এ কখা ঋগ্বেদের সময় এবং যাস্কের সময়ে আর্য ঋষিদের জানা ছিল।

No comments:

Post a Comment