হাজার বছরের জ্ঞানভাণ্ডার পবিত্র বেদ-এ চন্দ্রের আলো স্বকীয় নয় বলে উল্লেখিত হয়েছে।
অত্রাহ গোরমন্বত নাম ত্বষ্টুরপীচ্যম্ ।
ইত্থা চন্দ্রমসো গৃহে। ঋগ্বেদ, ১/৮৪/১৫
“গমনশীল চন্দ্রলোকে সূর্য্যের উজ্জ্বল জ্যোতি প্রতিফলিত হয় -এইরূপ মানা হয়।”
একই কথা ঋষি যাস্ক বলেছেন-
তদেতেন উপেক্ষিতব্যং অস্য দীপ্তির্ভবতি। নিরুক্ত, ২/৬
অর্থাৎ সূর্যকিরণ চন্দ্রে প্রতিফলিত হয়ে চন্দ্রের আলোক হয়। এ কখা ঋগ্বেদের সময় এবং যাস্কের সময়ে আর্য ঋষিদের জানা ছিল।
No comments:
Post a Comment