Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Thursday, June 8, 2017

নারদ পাঞ্চরাত্রে সৌভাগ্যবতী,ঘৃতব তী,পয়স্বতী রাধাদেবীর মহিমা কথন!

তত্ত্বঃ
পঞ্চরাত্র হল সংস্কৃত ভাষার বৈষ্ণব আগম
শাস্ত্র। 'পঞ্চরাত্র' কথাটির আক্ষরিক অর্থ
'পাঁচ রাত্রি।(পঞ্চ :পাঁচ,
রাত্র : রাত্রি)।এই নামটির একাধিক
ব্যাখ্যা প্রচলিত আছে।ঋগবেদের শতপথ
ব্রাহ্মণ (১২.৬) গ্রন্থেও এই শব্দটি পাওয়া
যায়।
ভগবান বাসুদেবকে স্বয়ং এ গ্রন্হের প্রণয়ন
কর্তা হিসেবে উল্লেখ করা হয়।
অভিমতঃ
শ্রী রামানুজ,শ্রী মধ্বাচার্য ও শ্রী জীব
গোস্বামী নারদ পাঞ্চরাত্রকে বেদের
সারাতিসার হিসেবে মন্তব্য করেছে, এটি
বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্হ।
বিষয়ঃ
শ্রীরাধিকার মাহাত্ম্যকথা এবং তিনি
সর্বোত্তম দেবী স্বরুপ।
আলোচনাঃ
//লক্ষী সরস্বতী দূর্গা সাবিত্রী
# রাধিকা # পরা
ভক্ত্যা নমস্তি যং শশ্বত্তং নমামি
পরাৎপরং।
(নারদ পাঞ্চরাত্র ১/২)
অনুবাদঃ
শ্রীরাধিকা সবদেবী থেকে পরম
সর্বশ্রেষ্ঠ।
//পুরা কৃষ্ণো হি গোলোকে শতশৃঙ্গ
পর্বতে।।
সুপণ্যে বিরজাতীরে বটমূলে মনোহরে।
পুরতো রাধিকাশ্চ ব্রহ্মাণং
কমলোদ্ভবং।।(নারদ পাঞ্চরাত্র ১/৩৫,৩৬)
অনুবাদঃ
পূর্বকালে শ্রীকৃষ্ণ গোলোকধামে শতশৃঙ্গ
পর্বতে সুপবিত্র বিরজাতীরে মনোহর
বটমূলে শ্রীরাধিকার সম্মূখে কমলযোনী
ব্রহ্মাকে বেদের অভিমত সার পাঞ্চরাত্র
বলেছিলেন।
//প্রণম্য রাধিকাং কৃষ্ণং প্রযযৌ
শিবমন্দিরং
ভক্ত্যা তং পূজয়ামাস শঙ্করঃ পরমাদরং।।
(নারদ পাঞ্চরাত্র ১/৩৮)
অনুবাদঃ
শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে প্রণতিপূর্বক
ব্রহ্মাদেব শিবমন্দিরে গমন
করলেন,তাহাতে ভক্তি ও পরম আদরে
শঙ্করদেব তাহাঁর পূজা করিয়াছিলেন।
//সৌভাগ্যাসু সুন্দরীসু রাধা কৃষ্ণপিয়াসু
চ।।(নারদ পাঞ্চরাত্র ১/৭৫)
অনুবাদঃ
সৌভাগ্যবতী, পরমাসুন্দরীদের মধ্যে
কৃষ্ণপ্রিয়া শ্রীরাধাই পরমশ্রেষ্ঠ।

লিখেছেন-------সজীব তালুকদার মন।।

No comments:

Post a Comment