Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Saturday, June 10, 2017

গীতার কিছু পরম পবিত্র জ্ঞান

১. পুরুষোত্তম
ভগবান শ্রীকৃষ্ণ
পৃথিবীর শ্রেষ্ট বীর যোদ্ধা
অর্জুনকে ৫১৫০
বছর
আগে কুরুক্ষেত্র
গীতা জ্ঞান
দিয়েছিলেন।
২.গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার।
এমনকি গীতায় এমন
কিছু
আছে যা অন্যান্য
কোন শাস্ত্রের
পাওয়া যায়না।
যেমন:পঞ্চম
পুরুষার্থ।
৩.মহাভারতের
ভীষ্মপর্বের ২৫-৪২
নং অধ্যায়ের এই
১৮টি অধ্যায়
হলো গীতা বা গীতোপনিষদ।
৪.গীতায় শ্লোক
আছে ৭০০টি,এর
মধ্যে ধৃতরাষ্ট্র ১টি,সন্জয় ৪০
টি,অর্জুন ৮৫ টি ও শ্রীভগবান বলেন
৫৭৪ টি শ্লোক,আর
গীতায় ৯৫৮১
টি সংস্কৃত শব্দ
আছে।
৫.গীতায়
১৮টি অধ্যায়ের
মধ্যে ১ম
ছয়টিকে কর্মষটক,পরের ছয়টিকে
ভক্তিষটক
ও শেষের
ছয়টিকে জ্ঞানষটক
বলা হয়।
৬.গীতা পড়লে ৫টি জিনিস সম্পর্কে
জানা যায়- ঈশ্বর,জীব,প্রকৃতি,কাল ও কর্ম।
৭.যদিও গীতার জ্ঞান
৫১৫০ বছর
আগে বলছিলো কিন্তু
ভগবান চতুর্থ
অধ্যায়ে বলেছেন এই
জ্ঞান
তিনি এর আগেও
বলেছেন,মহাভারতের শান্তিপর্বের
৩৪৮-৩৫২
নং শ্লোকে গীতার
ইতিহাস উল্লেখ
আছে।তার
মানে প্রথমে বলা হয় ১২,০৪,০০,০০০
বছর
আগে মানব সমাজে এই
জ্ঞান ২০,০০,০০০
বছর ধরে বর্তমান
ছিল,কিন্তু কালের
বিবর্তনে তা হারিয়ে গেলে পূনরায় তা
অর্জুনকে দেন।
৮.ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র
৪০মিনিটে গীতার
জ্ঞান দেন ।

No comments:

Post a Comment