Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Thursday, June 8, 2017

পা ছুঁয়ে প্রণামের পিছনেও নাকি রয়েছে বৈজ্ঞানিক কারণ!

বড়দের পা-এ হাত দিয়ে প্রণাম শুধু পরম্পরাই নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ৷ যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটি বিষয়ই রয়েছে৷ পা ছোঁয়ার জন্য আমাদের শরীর সামনের দিকে ঝুঁকে যায়, তারপর ডান হাত দিয়ে বাম পা এবং বাম হাত দিয়ে ডান পা ছোঁয়া হয়৷ এই প্রক্রিয়াটিতে বলে এনার্জি সাইকেল সম্পূর্ণ হয়৷ বৈজ্ঞানিক মতে, আমাদের শরীরে মাথার দিক দিয়ে এনার্জির প্রবেশ করে পা-এর দিকে এর প্রবাহ হয়৷

বিজ্ঞান অনুযায়ী, মাথা কে উত্তর মেরু এবং পা-কে দক্ষিণ মেরু মনে করা হয়৷ বড়দের পা ছুঁয়ে প্রণামের সময় ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি চক্র সম্পূর্ণ হয়৷ মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী, ঝোঁকার সময় শরীরের দক্ষিণ মেরু অর্থাৎ পা-এ এনার্জির কেন্দ্র তৈরি হয়৷ এই প্রণাম থেকে ফের নতুন এনার্জি তৈরি হয়৷ তাই, বড়দের পা ছুঁয়ে প্রণামের কথা বলা হয়ে থাকে অনেকসময় যাতে শরীরে পজিটিভ এনার্জি তৈরি হতে পারে৷
সূত্রঃ- https://www.kolkata24x7.com/know-these-scientific-reasons-behind-in-feet-touching-process.html

No comments:

Post a Comment