ইসকন গুরু শ্রীল প্রভূপাদকে একবার এক
মুসলিম ভদ্রলোক জিজ্ঞেস করেছিল,
"হিন্দুরা যে মাটির মুর্তি পূজো করে
সেখানে যে ভগবান আছেন , প্রভূপাদ কি
তা দেখাতে পারবেন?''
উত্তরে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, "অবশ্যই পারব।।
তবে আপনাকে আগে বৈষ্ণব ধর্ম গ্রহন করতে হবে,
এবং শাস্ত্রানুসারে চলতে হবে।। কারন আপনার
পাপের শরীর এবং মাটির চোখ দিয়ে
আপনিতো কেবল মাটিই দেখবেন।।।
মাটিকে তো পোড়া মাটি করতে হবে,
তাই নয়কি? সারকথা হল- দুরের অস্পষ্ট কিছু
দেখার জন্য যেমন দুরবীক্ষন যন্ত্রের
প্রয়োজন হয়, তেমনি ভগবানকে দেখার
জন্য প্রয়োজন সনাতন শাস্ত্র, এবং শুদ্ধ ভক্তি''।
জয়_নৃসিংহদেব।
জয় শ্রী কৃষ্ণ।
তারপরও কিছু মানুষ আছে যারা
ইসকনের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা
চালাচ্ছে।
আমি সবাইকে বলতে চাই, "ইসকন আপনার
পছন্দ নাও হতে পারে তাতে সমস্যা নেই,
কিন্তু ইসকনের সফলতা দেখে
আপনি হিংসা থেকে মুক্ত থাকুন।
জয় শ্রী কৃষ্ণ।।
Saturday, June 10, 2017
মুর্তি পূজো কি?-দেখে নিন শ্রীল প্রভুপাদের অকাট্য উত্তর

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment