হিন্দুধর্মে অনেক অপরাধ গুলোর মধ্যে নামাপরাধ
অন্যতম। আমাদের প্রত্যেকের নাম অপরাধ জানা
উচিত। আর যেসব কারণে নাম অপরাধ সংগঠিত হয়।
সেগুলো হলঃ
(১) সাধুনিন্দা
(২) শিব ও বিষ্ণুর নামগুণাদি ভেদ করা
(৩) গুরুকে অবজ্ঞা করা
(৪) বেদাদি শাস্ত্রনিন্দা করা
(৫) হরিনামে বৃথা অর্থ কল্পনা করা
(৬) হরিনামে পাপ ধ্বংস জানিয়া পাপ করা
(৭) ধর্ম, ব্রত, দান ও যজ্ঞাদি শুভকর্মকে নামের
সহিত সমজ্ঞান করা
(৮) শ্রদ্ধাবিহীন ও শ্রবণ বিমুখ জনে উপদেশ
দেওয়া
(৯) নাম মাহাত্ম্য শ্রবণে শ্রদ্ধা ও ভক্তি না করা এবং
(১০) আমি ও আমার জ্ঞান বিষয়ে লিপ্ত হওয়া।
নামাপরাধ ভঞ্জন
প্রমাদবশতঃ নামাপরাধ সর্বদা নাম সংকীর্তনেই মুক্ত
হয়।
(উপরিউক্ত অপরাধ সমূহ যাহাতে না হয় সে দিকে
আমাদের সর্বদা সর্তক থাকতে হবে)
Saturday, May 13, 2017
হিন্দুধর্মে কি কি কারণে নামাপরাধ হয় নামাপরাধঃ

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment