Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Monday, November 27, 2017

জেনে নিন গোমাতার মাহাত্ম্য।

গো-হিত সাধক শ্রীকৃষ্ণ
[ স্বামী সুপর্ণানন্দজী ]
•••••••••••••••••••••••••••••
সেই গোকুল-বৃন্দাবন থেকে কৃষ্ণের জীবনে গো-মাতা, গো-বৎসের দল যুক্ত আছেন।
মাতৃ-দুগ্ধেরই পরিপূরক গো-দুগ্ধ আমাদের প্রাণধারণে অমৃতোপম।
এই সত্য সবার জন্য।
কিন্তু
শ্রীকৃষ্ণের গো-প্রীতি অন্য কারণে।
●ব্রাহ্মণদের মতো গোরু সম্মানের যোগ্য।
"যজ্ঞ" সর্বশ্রেষ্ঠ তপস্যা।যজ্ঞে সবকিছুই প্রতিষ্ঠিত। কিছু না দিলে কিছু পাওয়া যায় না। পৃথিবী সেজন্য যজ্ঞের দ্বারা সৃষ্ট। এই যজ্ঞকাজে গরুর ভূমিকা অপরিসীম।
পিতামহ বলছেনঃ----->
◆সমস্থ তপস্বী অপেক্ষাও গো-সমূহ অধিক পবিত্র।
◆সেজন্যই মহাদেব গরুর সঙ্গে মিলিত হয়ে তপস্যা করেন।
◆যাঁরা গো-দান করেন, তাঁরা পরমগতি প্রাপ্ত হন।
◆এমনকি গরুর জন্য শীত,বৃষ্টি-নিবারক গৃহের ব্যবস্থা যাঁরা করেন, তাঁদের সপ্তমপুরুষ পর্যন্ত মুক্ত হন।
------এ ভাবটি আমাদের বিশেষ স্মরণীয়।
☆ব্রহ্মজ্ঞের যেমন শীত-গ্রীষ্ম বোধ নেই, তেমনি গরুরও ঠান্ডা-গরমে কষ্ট হয় না।
★সর্বদাই মানুষের হিতসাধনে তৎপর।
☆ব্রাহ্মণদের সঙ্গে গো-সমূহও পরমপদ লাভ করেন।
জ্ঞানীরা সেজন্য গো-ব্রাহ্মণকে "এক" বলেন____'একং গোব্রাহ্মণং তস্মাৎ।'
◆গো-দুগ্ধই অমৃত____অগ্নির নিত্য হোমসাধক।
◆গাভী এবং বৃষ প্রাণিগণের প্রাণ; তাঁরা প্রাণিগণের রক্ষক।
◆যাদের বিষ্ঠা(গোবর) শ্মশান এবং দেবালয়কে পর্যন্ত পবিত্র করে , তাদের চেয়ে পবিত্র আর কি আছে?
যুধিষ্ঠির জানতে চাইলেনঃ-
"গো-দানের বিষয়ে বলুন।"
______________________
ভীষ্ম বললেনঃ--
(ক)মিথ্যাবাদী,
(খ)লোভী,
(গ)পাপী,
(ঘ)নাস্তিক,
(ঙ)পিতৃশ্রাদ্ধবিরত,
(চ)অসৎ ব্যাবসায়ী
---এদের কখনো গো-দান করবে না।
✔শ্রোত্রিয়,সাগ্নিক ব্রাহ্মণকে গো-দান কর্তব্য। অর্থাৎ সৎ-পাত্রে গো-দান কর্তব্য।
🍃🌿শ্রেষ্ঠ সম্পদ গরু।জগতের আশ্রয়,যজ্ঞীয় ঘৃতের হেতু,ভূমিজাত শস্যাদির উৎপত্তির কারণ,দুগ্ধধারাসম্পন্ন,সবার পোষণের কারণ।
💐দেবগণেরও মাতা।
গো-গণকে দক্ষিণে রেখে স্পর্শ করবে, 
সব পবিত্র বস্তুর মধ্যে গো-সমূহ পবিত্র।
গো অপেক্ষা উপকারী বস্তু আর কিছু নেই।
মানুষ সংযত এবং সন্তুষ্ট হয়ে গো-সেবা করে সমৃদ্ধি ভোগ করে।
মানুষ পবিত্র হয়ে গো-সমূহের মধ্যে থেকে(পরিচর্যার সময়েও) মনে মনে #গোমতী__বিদ্যা______#নমো__গোভ্যঃ জপ করবে।
মহাতেজা শুকদেবও পিতা ব্যাসদেবের কাছে গো-মাহাত্ম্য শুনে গরুর পূজা করেছিলেন।
বিচারবুদ্ধিসম্পন্ন পাঠকবৃন্দ নিরাশ হতে পারেন ভীষ্মের গোময় মাহাত্ম্যকীর্তনে।
কিন্তু
স্বয়ং যুধিষ্ঠির পিতমহকে প্রশ্ন করে উত্তর জানতে চাইলেন: "কি কারণে গোময় লক্ষ্মী-সেবিতা?"
যুধিষ্ঠিরঃ- কি কারণে গোময় লক্ষ্মী-সেবিতা?
ভীষ্ম একটি প্রাচীন কাহিনি বললেন:-
অসামান্য রূপলাবন্য নিয়ে লক্ষ্ণীদেবী গো-গণের মধ্যে উপস্থিত হন।
তিনি পরিচয় প্রদানের পর গো-মাতাদের অনুরোধ করেন____আমাকে তোমাদের সঙ্গে বাস করার অনুমতি দাও।
গো-গণ রাজি না হয়ে লক্ষ্মীদেবীর চঞ্চল স্বভাবের উল্লেখ করেন।তাঁকে অন্য স্থানে যেতে বলেন।
লক্ষ্মীদেবী বললেন,
তোমরা আমাকে অবজ্ঞা করছ।সকলে গুরুতর তপস্যা করে আমাকে পায়।
গো-গণ বিনীত হয়ে বললেন,
দেবী ! অবজ্ঞা বা তিরস্কার করছি না আপনাকে। আপনি অস্থির,চঞ্চল।সেজন্য ত্যাগ করছি।
লক্ষ্মীদেবী বড় বিপদে পড়লেন।
গো-গণ প্রত্যাখ্যান করলে মান-সম্মান থাকে না(গো-গণই মানদায়িনী)।
সকলে অবজ্ঞা করবে।
অনুরোধ করলেন,
তোমরা আমার উপর অনুগ্রহ কর।তোমাদের যেকোন অংশে আমাকে রাখ।
তোমরা পুণ্যবতী,ভাগ্যবতী,পবিত্র।
তোমাদের কোন্ অঙ্গে থাকি____তা বল।
এমন কাতর প্রার্থনা শুনে গো-গণ পরামর্শ করে বললেন,
আমাদের আপনার মতো সম্মানীয়ার সম্মানরক্ষা করা অবশ্যকর্তব্য।
আপনি আমাদের বিষ্ঠা এবং মূত্রে বাস করুন।
কারণ
বিষ্ঠা এবং মূত্র ____আমাদের এদুটি বস্তুই অতি পবিত্র।
আনন্দিত চিত্তে লক্ষ্মীদেবী তা গ্রহণ করলেন।
গোময় এবং গোমূত্রে এভাবেই স্বয়ং লক্ষ্মীদেবী আছেন।
----
◆গো-গণের দুগ্ধ,দধি,ঘৃত,মূত্র,বিষ্ঠা____সবই পাপ নাশ করে।
◆গো-গণই যজ্ঞাঙ্গ এবং যজ্ঞ।
◆যজ্ঞ,হব্য,কব্য(পিতৃপুরুষের জন্য যজ্ঞ) সবই গো-সম্ভব।
◆গো-লোকই তো গোলোক____যেখানে নারায়নের বাস।
•দেবতাদেরও ওপরেও গো-গণ।
•ত্রিভূবনের ওপরেই গোলোক।
•আর গো-গণ বরদানও করতে পারেন।
সুতরাং প্রতিদিন যদি গো-সেবা করা যায়, তবে পরিচর্যাকারী বিশেষ ধর্মশালী হয়।
মহাদেবও গো-সেবা মহাপুণ্যজনক বলে গেছেন।
তিনি সেজন্যই বৃষকে তাঁর ওপরে রাখেন, অর্থাৎ
ধ্বজের শীর্ষে থাকে বৃষ___সেজন্য তিনি #বৃষধ্বজ বলে কথিত হন।
এভাবেই গো-ব্রাহ্মণ মানবসমাজের উপকার করেন এবং শ্রীভগবানই তাঁদের এই কাজে নিযুক্ত করেন।

সমাপ্ত।
(রাজাশ্রী)

No comments:

Post a Comment