★বেদ এ মন্ত্র সংখ্যা- ২০,৩১৭ (যদিও এ বিষয়ে কিছু কিছু মতভেদ আছে)
১) ঋগবেদ. মন্ত্রসংখ্যা- ১০,৫৫২
২) সামবেদ. মন্ত্রসংখ্যা- ১,৮৯৩
৩) যজু:বেদ. মন্ত্র সংখ্যা- ১৯৭৫
৪) অথর্ববেদ. মন্ত্রসংখ্যা- ৫,৯৭৭।
★উপবেদ- ৪টি
১) আয়ুর্বেদ,
২) ধনুর্বেদ,
৩)গন্ধর্ববেদ,
৪)অর্থশাস্ত্র।
★বেদাঙ্গ- ৬ টি
১) শিক্ষা- পাণিনী
২) কল্প- বিভিন্ন ঋষি সম্প্রদায়
৩) ব্যাকরণ- পাণিনী
৪) নিরুক্ত- যাস্ক
৫) ছন্দ- পিঙ্গলাচার্য
৬) জ্যোতিষ- গর্ণ।
★বেদের উপাঙ্গ- ৪টি
১)পুরাণ,
২) মীমাংসা,
৩) ন্যায়,
৪)ধর্মশাস্ত্র।
★বেদের জ্ঞানকাণ্ড- ২টি
১) আরণ্যক,
২) উপনিষদ।
★আরণ্যক - ৪ টি
১) ঐতেরেয়,
২) কৌষীতকী,
৩) শতপথ ব্রহ্মণ,
৪) ছান্দোগ্য।
★উপনিষদ ১০৮টি, তবে ১২টি মুখ্য
১) বৃহদারণ্যক মন্ত্র- ৪৩৫,
২) ছান্দোগ মন্ত্র- ৬৬৮,
৩) তৈত্তিরীয় মন্ত্র- ৬৮,
৪) ঐতরেয় মন্ত্র- ৩৩,
৫) ঈশোপনিষ মন্ত্র- ১৮,
৬) কেন উপনিষদ- ৩৫,
৭) কঠো উপনিষদ- ১১৯,
৮) প্রশ্ন উপনিষদ- ৬৭,
৯) মুণ্ডকোপনিষদ- ৬৫,
১০) মাণ্ডুক্যউপনিষদ- ১২,
১১) শ্বেতাশ্বতর উপনিষদ মন্ত্র - ১১৩,
১২) কৌষীতকী উপনিষদ মন্ত্র. - ৪৯।
★ষড় দর্শন- ৬টি
১) সাংখ্যা দর্শন - মহর্ষি কপিল,
২) যোগ দর্শন- পাতঞ্জলি,
৩) ন্যায় দর্শন - গৌতম,
৪) বৈশেষিক দর্শন-কণাদ,
৫) পূর্ব মীমাংসা - জৈমিনী,
৬) উত্তর মীমাংসা বেদান্ত দর্শন- ব্যাসদেব।
★মীমাংসা - ২ টি.
১) কর্ম মীমাংসা,
২) ব্রহ্ম মীমাংস বা বহ্মসূত্র।
★স্মৃতি সংহিতা(সমাজ ব্যবস্থাপক শাস্ত্র) ২০টি
১) মনু সংহিতা,
২) অত্রি সংহিতা,
৩) বিষ্ণু সংহিতা,
৪) হরিত সংহিতা,
৫) যাজ্ঞবল্ক্য সংহিতা,
৬) পরাশর সংহিতা,
৭) ব্যাস সংহিতা,
৮) উশনা সংহিতা,
৯) অঙ্গিরা সংহিতা,
১০) যম সংহিতা,
১১) অপস্তম্ভ সংহিতা,
১২) সম্বর্ত সংহিতা,
১৩) কাত্যায়ন সংহিতা,
১৪) বৃহস্পতি সংহিতা,
১৫) শঙ্খ সংহিতা,
১৬) লিখিত সংহিতা,
১৭) দক্ষ সংহিতা,
১৮) গৌতম সংহিতা,
১৯) শতাতপ সংহিতা,
২০) বশিষ্ট সংহিতা।
★পুরাণ - ২টি
১) মহাপুরাণ,
২) উপ-পুরাণ।
★মহা পুরাণ -১৮টি
১) ব্রহ্ম পুরাণ মন্ত্রসংখা-১০,০০০,
২) শিব পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০,
৩) পদ্ম পুরাণ মন্ত্রসংখ্যা-৫৫,০০০,
৪) বিষ্ণু পুরাণ মন্ত্রসংখ্যা-২৩,০০০,
৫) ভাগবত পুরাণ মন্ত্রসংখ্যা-১৮,০০০,
৬) মার্কণ্ডেয় পুনাণ মন্ত্রসংখ্যা-৯,০০০,
৭) অগ্নি পুরাণ মন্ত্রসংখ্যা-৫,৪০০,
৮) ভবিষত পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,৫০০,
৯) ব্রহ্মবৈবর্ত্ত পুরাণ মন্ত্রসংখ্যা-১৮,০০০,
১০) মৎস পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,০০০,
১১) লিঙ্গ পুরাণ মন্ত্রসংখ্যা-১১,০০০,
১২) বরাহ পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০,
১৩) কুর্ম্ম পুরাণ মন্ত্রসংখ্যা-১৭,০০০,
১৪) গরুড় পুরাণ মন্ত্রসংখ্যা-১৯,০০০,
১৫) ব্রহ্মা পুরাণ মন্ত্রসংখ্যা-১২,০০০,
১৬) নারদীয় পুরাণ মন্ত্রসংখ্যা-২৫,০০০,
১৭) স্কন্ধ পুরাণ মন্ত্রসংখ্যা-৮১,১০১,
১৮) বামন পুরাণ মন্ত্রসংখ্যা-১০,০০০।
★ইতিহাস ২টি
১) রামায়ণ,
২) মহাভারত।
★দেবী ভগবত(শাক্ত সম্প্রদায়)।
★শ্রীমদ্ভাগবদ(বৈষ্ণব সম্প্রদায়)।
★চৈতন্য চরিতামৃত।
★শ্রীমদ্ভাগবত গীতা মন্ত্রসংখ্যা-৭০০ শ্রেষ্টগ্রন্থ (৫ম বেদ)।
★শ্রীশ্রী চণ্ডী.মন্ত্রসংখ্যা-৭০০।
১) ঋগবেদ. মন্ত্রসংখ্যা- ১০,৫৫২
২) সামবেদ. মন্ত্রসংখ্যা- ১,৮৯৩
৩) যজু:বেদ. মন্ত্র সংখ্যা- ১৯৭৫
৪) অথর্ববেদ. মন্ত্রসংখ্যা- ৫,৯৭৭।
★উপবেদ- ৪টি
১) আয়ুর্বেদ,
২) ধনুর্বেদ,
৩)গন্ধর্ববেদ,
৪)অর্থশাস্ত্র।
★বেদাঙ্গ- ৬ টি
১) শিক্ষা- পাণিনী
২) কল্প- বিভিন্ন ঋষি সম্প্রদায়
৩) ব্যাকরণ- পাণিনী
৪) নিরুক্ত- যাস্ক
৫) ছন্দ- পিঙ্গলাচার্য
৬) জ্যোতিষ- গর্ণ।
★বেদের উপাঙ্গ- ৪টি
১)পুরাণ,
২) মীমাংসা,
৩) ন্যায়,
৪)ধর্মশাস্ত্র।
★বেদের জ্ঞানকাণ্ড- ২টি
১) আরণ্যক,
২) উপনিষদ।
★আরণ্যক - ৪ টি
১) ঐতেরেয়,
২) কৌষীতকী,
৩) শতপথ ব্রহ্মণ,
৪) ছান্দোগ্য।
★উপনিষদ ১০৮টি, তবে ১২টি মুখ্য
১) বৃহদারণ্যক মন্ত্র- ৪৩৫,
২) ছান্দোগ মন্ত্র- ৬৬৮,
৩) তৈত্তিরীয় মন্ত্র- ৬৮,
৪) ঐতরেয় মন্ত্র- ৩৩,
৫) ঈশোপনিষ মন্ত্র- ১৮,
৬) কেন উপনিষদ- ৩৫,
৭) কঠো উপনিষদ- ১১৯,
৮) প্রশ্ন উপনিষদ- ৬৭,
৯) মুণ্ডকোপনিষদ- ৬৫,
১০) মাণ্ডুক্যউপনিষদ- ১২,
১১) শ্বেতাশ্বতর উপনিষদ মন্ত্র - ১১৩,
১২) কৌষীতকী উপনিষদ মন্ত্র. - ৪৯।
★ষড় দর্শন- ৬টি
১) সাংখ্যা দর্শন - মহর্ষি কপিল,
২) যোগ দর্শন- পাতঞ্জলি,
৩) ন্যায় দর্শন - গৌতম,
৪) বৈশেষিক দর্শন-কণাদ,
৫) পূর্ব মীমাংসা - জৈমিনী,
৬) উত্তর মীমাংসা বেদান্ত দর্শন- ব্যাসদেব।
★মীমাংসা - ২ টি.
১) কর্ম মীমাংসা,
২) ব্রহ্ম মীমাংস বা বহ্মসূত্র।
★স্মৃতি সংহিতা(সমাজ ব্যবস্থাপক শাস্ত্র) ২০টি
১) মনু সংহিতা,
২) অত্রি সংহিতা,
৩) বিষ্ণু সংহিতা,
৪) হরিত সংহিতা,
৫) যাজ্ঞবল্ক্য সংহিতা,
৬) পরাশর সংহিতা,
৭) ব্যাস সংহিতা,
৮) উশনা সংহিতা,
৯) অঙ্গিরা সংহিতা,
১০) যম সংহিতা,
১১) অপস্তম্ভ সংহিতা,
১২) সম্বর্ত সংহিতা,
১৩) কাত্যায়ন সংহিতা,
১৪) বৃহস্পতি সংহিতা,
১৫) শঙ্খ সংহিতা,
১৬) লিখিত সংহিতা,
১৭) দক্ষ সংহিতা,
১৮) গৌতম সংহিতা,
১৯) শতাতপ সংহিতা,
২০) বশিষ্ট সংহিতা।
★পুরাণ - ২টি
১) মহাপুরাণ,
২) উপ-পুরাণ।
★মহা পুরাণ -১৮টি
১) ব্রহ্ম পুরাণ মন্ত্রসংখা-১০,০০০,
২) শিব পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০,
৩) পদ্ম পুরাণ মন্ত্রসংখ্যা-৫৫,০০০,
৪) বিষ্ণু পুরাণ মন্ত্রসংখ্যা-২৩,০০০,
৫) ভাগবত পুরাণ মন্ত্রসংখ্যা-১৮,০০০,
৬) মার্কণ্ডেয় পুনাণ মন্ত্রসংখ্যা-৯,০০০,
৭) অগ্নি পুরাণ মন্ত্রসংখ্যা-৫,৪০০,
৮) ভবিষত পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,৫০০,
৯) ব্রহ্মবৈবর্ত্ত পুরাণ মন্ত্রসংখ্যা-১৮,০০০,
১০) মৎস পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,০০০,
১১) লিঙ্গ পুরাণ মন্ত্রসংখ্যা-১১,০০০,
১২) বরাহ পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০,
১৩) কুর্ম্ম পুরাণ মন্ত্রসংখ্যা-১৭,০০০,
১৪) গরুড় পুরাণ মন্ত্রসংখ্যা-১৯,০০০,
১৫) ব্রহ্মা পুরাণ মন্ত্রসংখ্যা-১২,০০০,
১৬) নারদীয় পুরাণ মন্ত্রসংখ্যা-২৫,০০০,
১৭) স্কন্ধ পুরাণ মন্ত্রসংখ্যা-৮১,১০১,
১৮) বামন পুরাণ মন্ত্রসংখ্যা-১০,০০০।
★ইতিহাস ২টি
১) রামায়ণ,
২) মহাভারত।
★দেবী ভগবত(শাক্ত সম্প্রদায়)।
★শ্রীমদ্ভাগবদ(বৈষ্ণব সম্প্রদায়)।
★চৈতন্য চরিতামৃত।
★শ্রীমদ্ভাগবত গীতা মন্ত্রসংখ্যা-৭০০ শ্রেষ্টগ্রন্থ (৫ম বেদ)।
★শ্রীশ্রী চণ্ডী.মন্ত্রসংখ্যা-৭০০।
No comments:
Post a Comment