Hare Krishna

Hare Krishna
Welcome to ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ

Monday, October 9, 2017

বৈদিক সাস্রোক্ত কিছু নিয়মাবলী

পূর্ব দিকে মাথা রেখে শয়ন করলে বিদ্যা প্রাপ্ত হয়।
দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করলে আয়ু বৃদ্ধি হয় 
পশ্চিম দিকে মাথা রেখে শয়ন করলে চিন্তা হয় ।
উত্তর দিকে মাথা রেখে শয়ন করলে আয়ু ক্ষয় হয় ।(বিষ্ণুপুরাণ 3/11/113)।

দিনে শয়ন করা উচিত নয় ।
প্রথম রত এবং শেষ রাত শয়ন করা উচিত নয় । (মহাভারত অনু 243)।
কাপড় দিয়ে মাথা ঠেকে রেখে মলমুত্র ত্যাগ করা উচিত । (পদ্মপুরাণ , ক্রিয়া যোগ 11/9)।
মৌন হয়ে মলমুত্র ত্যাগ করা উচিত ।(মনুস্মৃতি 4/49)।
যে স্ত্রী পুরুষ সূর্যের দিকে এবং যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে মুখ করে মুত্র ত্যাগ করেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় ।(মহাভারত , অনু 125/64-65)।
যার অন্তঃকরণ শুদ্ধ নয় সে যদি সমস্ত নদীর জল তথা পর্বত পরিমাণ মাটি দিয়েও সারাজীবন বাহ্য শুদ্ধ করে তবুও শুদ্ধ হওয়া তার পক্ষে সম্ভব নয় ।(স্কন্দপূরাণ 5/46-67)

No comments:

Post a Comment