১★সাড়ে সাত বছরে দারিদ্র্যের হার কমে
২২.৪ শতাংশে এসেছে।
২★মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ মার্কিন
ডলার হয়েছে।
৩★কমিউনিটি ক্লিনিক গুলোতে বিনামূল্যে
৩০ প্রকারের ওষুধ দেয়ার মাধ্যমে সাস্থ্য
সেবা নিশ্চিত হয়েছে।
৪★ পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে
মধ্যবিত্তে উন্নিত হয়েছে।
৫★১০ টাকা মূল্যে চাল বিতরণ, এক
যুগোপযোগী উদ্যোগ।
৬★ বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রবৃদ্ধি
ছয়ভাগের উপরে ধরে রাখা।
৭★ ফলপ্রসূ সন্ত্রাসী নির্মূল ব্যবস্থা, এবং
রাজাকার, আলবদর ও জংগী নির্মূল, ইত্যাদি।
এইসব বাস্তবায়ন দেশ-রত্ন জননেত্রী
'মাননীয় শেখ হাসিনার' অসাধ্য সাধন করার
মতোই ফলপ্রসূ।
এসবকিছু দেশকে এগিয়ে নিয়ে যাবে ঠিকি,
কিন্তু দেশের প্রতিটি সেক্টরে দূর্নীতি, ঘোষ,
আর কালোবাজারী যদি নির্মূল করা না যায়
তবে সবকিছু যে বৃথায় পর্যবসিত হবে তা
নিশ্চিত। এগুলোর কারনে দিন দিন
ক্যাপিটালিস্টদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূল
সমাজ। দেশজুড়ে যে টাকা অবৈধ ভাবে
ব্যবহার হয় শুধুমাত্র এই টাকা গুলোর একটি
অংশ রক্ষা করতে পারলে দেশ ইতিমধ্যে
অনেকটা এগিয়ে যেতো।
N.B:-This post was not meant that I'm
politician. It's all about what I think.
"Thanks"
Thursday, January 5, 2017
"It could be better"

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment